আমেরিকা কিনতে চাই Tiktok কে, বিক্রি না করলে করবে Ban জানালেন ট্রাম্প



গেমবাজ ডেস্ক: ভারতের বিখ্যাত ভিডিও মেকিং অ্যাপ ছিল টিকটক। তবে, বেশ কিছু অভিযোগের কারণে মাস তিনেক আগে ভারতে নিষিদ্ধ হয়েছিল জনপ্রিয় ভিডিও মেকিং অ্যাপ TikTok। এই ধাক্কা সামলানোর আগেই মার্কিন সরকারের শ্যেনদৃষ্টিতে পড়ে টিকটক। জল্পনা শুরু হয় জাতীয় সুরক্ষার কারণে যুক্তরাষ্ট্রও বিদায় জানাতে পারে টিকটককে। এমনকি আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে টিকটককে নিষিদ্ধ করার আদেশে স্বাক্ষর করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে যদি টিকটক আমেরিকার কোনো কোম্পানিকে তাদের ব্যবসা বিক্রি না করে তবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। একই সাথে দুই দেশে টিকটক ব্যান হওয়ার ফলে বিশাল চাপের মুখে পড়ে টিকটক সংস্থা।

ট্রাম্পের এই ঘোষণার পরে, আমেরিকায় TikTok কে বাঁচাতে মাইক্রোসফ্টের সাথে আলোচনায় বসে ByteDance। এছাড়াও বিভিন্ন সময়ে টিকটকের সাথে বিভিন্ন কোম্পানির চুক্তির কথা সামনে আসে। যদিও এখনও পর্যন্ত কোনো কোম্পানিই টিকটককে কিনতে রাজি হয়নি। এই পরিস্থিতিতে গতকাল বেইজিংয়ের তরফে জানানো হয়েছে, দরকার হলে তারা আমেরিকায় টিকটককে বন্ধ করে দেবে। কিন্তু কোনোভাবেই আমেরিকার কোম্পানির কাছে বিক্রি করবে না। কিন্তু গত আগস্টে টিকটকের মার্কেট শেয়ার প্রায় ২০% কমে গেছে। বর্তমানে মার্কিন বাজারে টিকটকের প্রধান প্রতিযোগী অ্যাপদুটি হল Triller এবং Likee। এই অ্যাপগুলির নির্মাতা সংস্থা গত কয়েক মাসে ৪৪% শেয়ার বাড়াতে সক্ষম হয়েছে। আবার এই অ্যাপদুটির ওপর মার্কিন সরকারের সুনজর রয়েছে এমনটাও শোনা যাচ্ছে।