জুম অ্যাপে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ফিচার কিভাবে অন করবেন




গেমবাজ ডেস্ক: ভারতের পড়ুয়ারা এখন অনলাইন ক্লাসের ভরসায় পড়াশোনা এগিয়ে চলেছে। আর এই অনলাইন ক্লাস করতে তাদের সাহায্য করছে জুম নামক একটি অ্যাপ্লিকেশন। তবে, এই জুম অ্যাপ সুরক্ষিত নয় বলে অনেক সময় জানা গেছে। Zoom অ্যাপটি নিয়ে প্রথমদিকে বেশ কিছু বিতর্ক হলেও, এটি অনেকেরই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ইউজারদের উন্নত ভিডিও কলিং এক্সপিরিয়েন্স দিতে প্রায়ই নতুন ফিচার আনছে জুম (Zoom)। সম্প্রতি, অ্যাপটির ডেভেলপাররা এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মে আরো একটি সিকিউরিটি ফিচার যুক্ত করছে।

এই ফিচারটি অন করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন:

১. প্রথমে জুম ওয়েব পোর্টালে সাইন ইন করুন।

২. এরপর, নেভিগেশন মেনুতে গিয়ে প্রথমে অ্যাডভান্স এবং তারপর, তারপরে সিকিউরিটিতে ক্লিক করুন।

৩. এখানে টু-ফ্যাক্টর-অথেন্টিকেশন অন করুন।

৪. কোন ইউজারদের জন্য টু-ফ্যাক্টর-অথেন্টিকেশন অন করবেন সেটি নিচের বিকল্প থেকে বেছে নিন।

৫. টু-ফ্যাক্টর-অথেন্টিকেশন অন করার পর আপনি আপনার ফোনে বা ইমেলে ওটিপি পাবেন।