নিজের Social Media অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে চান, মেনে চলতে হবে এই পদক্ষেপগুলি




গেমবাজ ডেস্ক: আমরা প্রত্যেকেই দিনের শুরু থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত নিজের মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকি। আর এই সোশ্যাল মিডিয়া চালাতে গেলে আমাদের প্রত্যেককে প্রত্যেকটি ধাপে নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হয়। যার জন্য আমাদের অনেক সময় ওটিপি দিতে হয় অথবা পাসওয়ার্ড দিতে হয়। আজ আমরা জানবো কিভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায়।

চারিদিকে এখন ঘুরছে হ্যাকার। সমস্যায় পড়তে পারে আপনার পার্সোনাল ডেটা। অন্যের ওপর ভরসা না করে নিজের ডেটা নিজে সঠিক ভাবে রাখা উচিত বলে অনেকেই মনে করেন। কিন্তু জানেন না কি কি পদক্ষেপ নেওয়া উচিত। আজ এই প্রতিবেদনে আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে সাহায্য করবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখতে। চলুন দেখে নেওয়া যাক।

১. নিজের অ্যাকাউন্টে কঠিন পাসওয়ার্ড বাছাই করুন

২. সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন।

৩. ভালো ভাবে যাচাই করে বন্ধুত্ব করুন।

৪. টুু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহারর করুন।

৫. নিজের সোশ্যাল অ্যাকাউন্টে অতিরিক্ত শেয়ার করা বন্ধ করুন।

৬. সর্বদা রিকভারি ই মেইল অপশনে গিয়ে নিজের অপর একটি মেইল সিলেক্ট করে রাখুন।

৭.উপরের এই সমস্ত পদক্ষেপগুলি মেনে আপনিও থাকতে পারবেন সুরক্ষিত। হ্যাকারদের হাত থেকে বাঁচার খুব সহজ উপায় এই গুলি।