লঞ্চ হল ColorOS 11, থাকছে আকর্ষণীয় ফিচার




গেমবাজ ডেস্ক: বেশ কিছুদিন আগে অ্যান্ড্রয়েড ১০ লঞ্চ হওয়ার পরে, চীনা কম্পানি গতকাল  তাদের নতুন ওএস ColorOS 11 লঞ্চ করল। তাদের Android 11 বেসড কাস্টম ওএস ColorOS 11। নতুন এই ওএস একদিকে যেমন স্টক অ্যান্ড্রয়েডের মজা দেবে তেমনি অন্যদিকে ব্যবহারকারীদের প্রয়োজনীয় ফিচারগুলিও অফার করবে। এছাড়াও কালারওএস ১১ এর বড় আকর্ষণ হল অলওয়েজ অন ডিসপ্লে।

এছাড়াও এতে অ্যান্ড্রয়েড ১১ এর সমস্ত ফিচার যেমন ডার্ক মোড কাস্টমাইজেশন ও নতুন ব্যাটারি সেভার মোড প্রভৃতিও অন্তর্ভুক্ত আছে। প্রসঙ্গত গত সপ্তাহেই Google অফিসিয়ালি Pixel ফোনের জন্য Android 11 লঞ্চ করেছিল। যারপরেই অন্যান্য স্মার্টফোন কোম্পানি এই নতুন অপারেটিং সিস্টেম বেসড কাস্টম ওএস এর বিটা ভার্সন লঞ্চ করছে। তবে শুধু অপেক্ষা কখন এটি ফাইনাল ভাবে ফোনের মধ্যে আসবে।