১৪ সেপ্টেম্বর দুটো বড় গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে






গেমবাজ ডেস্ক:  ২০২০ সাল কোন পৃথিবীবাসীর জন্যই ভালো কাটছে না। নানা ধরনের রোগ সমস্যা ইতিমধ্যে দেখা দিয়েছে। এছাড়াও ঝড়ের দাপটে নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়েই চলেছে। বছরের শুরুর দিকে আমাজন অরণ্যে দাবানল কান্ড, এবং তারপর থেকে এখনো অবধি করোনার দাপট – সব মিলিয়ে চলতি বছর যে আমাদের মানবজাতির জন্য একেবারেই ভালো নয় তা বারবার প্রমাণিত হয়েছে। তবে বিপদের শেষ নেই! বিজ্ঞানীরা জানিয়েছে, ৩৮,৬২০ কিলোমিটার প্রতি ঘন্টা (২৪,০০০ মাইল প্রতি ঘন্টা) গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। মনে করা হচ্ছে, Asteroid 2020 QL2 নামের এই গ্রহাণুটির ব্যাস প্রায় ১২০ মিটার (৩৯৪ ফুট) পর্যন্ত হতে পারে, যা আগামী ১৪ই সেপ্টেম্বর পৃথিবীর ৬.৮ মিলিয়ন কিলোমিটার কাছাকাছি চলে আসবে। তবে পৃথিবী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই এটি পেরিয়ে যাবে এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।

সুতরাং আমাদের নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুটি লন্ডন আইয়ের চেয়েও বড় বা দুটি ফুটবল মাঠের থেকেও বড়, যার আকার ৫৩ মিটার থেকে ১২০ মিটারের মধ্যে হতে পারে। এই নিয়ার আর্থ অবজেক্টস (NEO)-টি মহাকাশের জল থেকে পরিণত বরফ এবং ঘন সন্নিবিষ্ট ধূলিকণা থেকে তৈরি হয়ে বড় শিলার রূপ নিয়েছে। আপাতত এই গ্রহাণুটি প্রতি সেকেন্ডে ১০.৫ কিলোমিটার (সেকেন্ডে ৬.৫২ মাইল) গতিবেগে ভ্রমণ করছে। পৃথিবীর সাথে দূরত্বের কথা বিবেচনা করে, এটিকে “সম্ভাব্য বিপজ্জনক” হিসাবে বিবেচনা করা হচ্ছে, কিন্তু নাসার বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, পৃথিবীর গা ঘেঁষে পার হয়ে যাবে।