একবার চার্জ করলে চলবে ১১০ কিলোমিটার, লঞ্চ হলো দ্রুততম মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক বাইক


 গেমবাজ ডেস্ক: ভারত আস্তে আস্তে প্রযুক্তিবিদ্যায় এত উন্নতি হয়ে চলেছে যে, গ্রামে শহরের ছোট ছোট ঘরে ছোট ছোট ইঞ্জিনিয়ার জন্ম নিচ্ছে। দেশের স্বদেশী কম্পানি One Electric সম্প্রতি ঘোষণা করেছে যে , ভারতের রাস্তায় এবারে খুব শীঘ্রই আসতে চলেছে একটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল। এই বাইকটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি হবে এবং এই বাইকের নাম হবে Kridn।

একটি সংস্কৃত শব্দ থেকে এই বাইকের নাম দেওয়া হয়েছে। এই বাইকটি হতে চলেছে ভারতের সব থেকে দ্রুততম ইলেকট্রিক বাইক। কোম্পানি দাবি করছে, যে এটি সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া বাইক এবং বর্তমানে এই বাইকের কিছু অন রোড ট্রায়াল চালানো হচ্ছে।তবে কিছু সময়ের মধ্যে এটি মার্কেটে উপস্থিত হবে।

তবে,কোম্পানির তরফ থেকে জানানো হচ্ছে যে, ০ থেকে ৬০ কিলোমিটার এর স্পিড তুলতে এই বাইকের মাত্র ৮ সেকেন্ড সময় লাগবে। এই বাইকটি হবে একটি গিয়ারলেস বাইক এবং এখানে ফ্রন্ট সাসপেনশন, টেলিস্কোপিক হাইড্রোলিক এবং রিয়ার হাইড্রোলিক ব্রেক দেওয়া হবে। এই বাইকে ব্যবহার করা হচ্ছে টিউবলেস টায়ার। অন্যদিকে ডিজিটাল ক্লাস্টার, অপশনাল জিপিএস এবং অ্যাপ্লিকেশন কানেক্ট এর অপশন রয়েছে।