সবচেয়ে দ্রুততম মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক বাইক আসছে অক্টোবরে, দাম থাকবে হাতের নাগালেই



গেমবাজ ডেস্ক: ইলেকট্রনিক বাইক আমাদের কাছে নতুন কোন জিনিস নয়। প্রায় কিছু সময় ধরেই বাজারে নতুন নতুন ইলেকট্রিক বাইক এসেই চলেছে। তবে এবার বাজারে আসছে মেড ইন ইন্ডিয়া ইলেকট্রনিক বাইক।  কয়েকদিন আগেই Ultraviolatte Automotive এর আসন্ন চোখধাঁধানো ইলেকট্রিক বাইকটি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম। এবার দেশীয় আরও একটি স্টার্টআপ সংস্থা One Electric Motorcycle তাদের প্রথম বৈদ্যুতিক বাইক বাজারে আনার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া এবং অন-রোড ট্রায়াল সম্পূর্ণ বলে জানিয়েছে। KRIDN (এর বুৎপত্তিগত অর্থ হচ্ছে সংস্কৃত “ক্রীড়া”) নামের এই বাইকটিকে অক্টোবরেই লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। EV নামটি শুনলেই স্বাভাবিকভাবেই একটি উদ্ভাবনী ডিজাইনের কল্পনা আমরা করতে থাকি।

তবে, এই বাইকটির দাম শুরু হবে ১.২৯ লক্ষ টাকা থেকে এবং এটি KRIDN এবং KRIDN R এই দুটি মডেলে উপলব্ধ হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লী, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে বাইকটির ডেলিভারি শুরু হবে। আগ্রহী গ্রাহকরা কোম্পানির ওয়েবসাইট থেকেই বাইকটি বুকিং করার সুবিধা পাবেন। ওয়েবসাইট মারফত জানা গেছে, লঞ্চের পর বাইকটি লিজ বা রেন্টে নেওয়ার বিকল্পও পাওয়া যাবে। নয়ডার এই সংস্থা দাবি করেছে, সর্বোচ্চ ৯৫কিমি/ ঘন্টা গতিবেগের এই বাইকটি লঞ্চের পর হবে ভারতের সবচেয়ে দ্রুততম ইলেকট্রিক বাইক (আমরা এর সত্যতা যাচাই করিনি)। এর আগে Ultraviolet F77 বা Emflux one এর মতো মডেলগুলিকে সংশ্লিষ্ট সংস্থাগুলির পক্ষ থেকে দ্রুততম ভারতীয় ইলেকট্রিক বাইক বলে দাবী করা হয়েছিল। ফলে লঞ্চ হওয়ার পর KRIDN কতদিন এই ‘দ্রুততম’ তকমাটি রাখতে পারবে সে বিষয়ে আমরা সন্দীহান।