মেসেজ আসলেই ক্র্যাশ করছে WhatsApp, সতর্ক থাকুন Unknown মেসেজ থেকে



গেমবাজ ডেস্ক: ভারতে সবচেয়ে বেশি মেসেজ করতে ইউজ করা অ্যাপটি হলেও হোয়াটসঅ্যাপ। যা বিশ্বের সবচেয়ে বড়ো মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ প্রায় প্রত্যে কদিন তাদের ব্যবহারকারীদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসতেই থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আপডেটটি হয় হ্যাকারদের থেকে সুরক্ষার। তবে এবারে এই বৃহত্তম মেসেজিং প্লাটফর্মে ধরা পড়েছে একটি ভয়ানক টেক্সট বম্ব। এই টেক্সট বম্ব আপনার স্মার্টফোন সম্পূর্ণরূপে আটকে দেয়, এবং আপনার স্মার্টফোনের কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় সেই সময়ের জন্য। তাছাড়া যদি আপনি সেই মেসেজটি ওপেন করেন তাহলে  আপনার হোয়াটসঅ্যাপ পুরোপুরি ক্র্যাশ হয়ে যেতে পারে

তাই কয়েকদিন পরপরই হোয়াটসঅ্যাপে নতুন আপডেট দেখা দেয়। হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র একটি ইমেইল করা বক্তৃতায় জানিয়েছেন, ” WhatsApp ইতিমধ্যেই একটি নতুন সিকিউরিটি প্যাচ roll-out করা শুরু করে দিয়েছে যাতে আপনারা ios এর সর্বশেষ সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। ” এই নতুন আপডেটের পরে চলে যাবে বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবং হোয়াটসঅ্যাপে তরফ থেকে সকলকে জানানো হয়েছে যাতে তারা নিজেদের অ্যাপ্লিকেশনটি কে সব সময় আপ টু ডেট রাখেন। যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপটুডেট না রাখেন তাহলে এই ধরনের আক্রমণ আপনার হোয়াটসঅ্যাপে হতে পারে।