সস্তা এই গাড়ি গুলি ৯২% গ্রাহকের পছন্দ, দেখে নেওয়া যাক তালিকা




গেমবাজ ডেস্ক: ভারতে প্রায় সাত মাস থেকে কোভিড নিয়ে সবাই ব্যস্ত। ভারতে এবং সারা বিশ্বে সম্প্রতি কোভিড-১৯ প্যানডেমিক পরিস্থিতিতে বেশিরভাগ ব্যবসাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। গাড়ি বিক্রির হার ক্রমশ তলানীতে ঠেকায় কোম্পানির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তারপর ক্রমশ দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর আগস্ট মাসে গ্রাহকদের এন্ট্রি লেভেল বাজেট হ্যাচব্যাক গাড়ি কেনার প্রবণতা দেখা যাচ্ছে। এমনকি আগের বছরের আগস্ট মাসের তুলনায় চলতি বছরে এন্ট্রি লেভেল বাজেট হ্যাচব্যাক গাড়ির সেল ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আপনি শুনলে অবাক হবেন, করোনার প্রকোপের মধ্যেও চলতি বছরের আগস্ট মাসে ২৩৮৮৭ টি বাজেট হ্যাচব্যাক গাড়ি বিক্রি হয়েছে।পরিস্থিতি যেমনই থাক গাড়ি বিক্রির সংখ্যা কিন্তু কমছে না।

তবে দেখে নেওয়া যাক ৪ টি সেরা বাজেট হ্যাচব্যাক গাড়ির তালিকা:

১. Maruti Suzuki Alto:

কোম্পানি জানিয়েছে তারা শুধুমাত্র চলতি বছরের আগস্ট মাসেই ভারতের বাজারে ১৪৩৯৭ টি alto গাড়ি বিক্রি করেছে। যেখানে ২০১৯ এর আগস্ট মাসে বিক্রিত গাড়ির সংখ্যা ছিল ১১৫৭৭ টি।

২. Maruti Suzuki S-Presso:

এই গাড়িটি চলতি বছরের আগস্ট মাসে ৫৩১২ টি বিক্রি হয়েছে ও জুলাই মাসের বিক্রির পরিমাণ ৩৬০৪ টি।

৩. Renault kwid:

এই গাড়িটি চলতি বছরের আগস্ট মাসে ৩৬৬৭ টি বিক্রি হয়েছে। যেখানে ২০১৯ এর আগস্ট মাসে বিক্রিত গাড়ির সংখ্যা ছিল ২১৯১ টি।

৪. Datsun redi-go:

এই গাড়িটি চলতি বছরের আগস্ট মাসে ৫০১ টি বিক্রি হয়েছে। যেখানে ২০১৯ এর আগস্ট মাসে বিক্রিত গাড়ির সংখ্যা ছিল ৭৫১ টি।