এক চার্জে চলবে ৭০ কিমি, লাইসেন্সের কোন প্রয়োজন নেই, আসছে ইলেকট্রিক গাড়ি




গেমবাজ ডেস্ক: ইলেকট্রনিক গাড়ি আমাদের কাছে নতুন কোন জিনিস নয়। প্রায় কিছু সময় ধরেই বাজারে নতুন নতুন ইলেকট্রিক গাড়ি এসেই চলেছে।ফরাসি অটোমোবাইল কোম্পানি Citerion একটি নতুন ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে এসেছে। তবে এটি সাধারণ কোনো ইলেকট্রিক গাড়ি নয়, এটি হতে চলেছে মূলত কিশোরদের জন্য নির্মিত বিশেষ একটি ইলেকট্রিক গাড়ি। সাধারণত প্রত্যেক দেশে গাড়ি চালানোর জন্য নূন্যতম ১৮ বছর বয়স হওয়া আবশ্যক, কারণ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ১৮ বছর বয়স টি নূন্যতম বয়স। কিন্তু ইলেকট্রিক স্কুটার এর ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন পড়ে না। এই কারণেই ফ্রান্সের এই কোম্পানি এমন একটি গাড়ি বাজারে নিয়ে এসেছে ফ্রান্সের এই কোম্পানি এমন একটি গাড়ি বাজারে নিয়ে এসেছে যা চলবে ইলেকট্রিকে। ফলে এই গাড়িটি চালাতে কোন লাইসেন্স এর প্রয়োজন পড়বে না। আপনাদের জানিয়ে রাখি গাড়িটির নাম দেওয়া হয়েছে, এমি (ami)। দামও  রাখা হয়েছে প্রায় অল্পের মধ্যে।

এই গাড়িতে সব মেশিন নিম্নমানের ব্যবহার করা হয়েছে। যাতে, করে ১৮ বছরের কমের ছেলেরা এই গাড়িটি চালাতে পারে। এই গাড়িতে একটি ছোট ৬ ওয়াট ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। এই কারণে ফ্রান্সের ট্রাফিক আইন অনুযায়ী ১৪ বছরের যুবকরা এই গাড়ি চালাতে পারে। ফ্রান্স ছাড়া ইউরোপের অন্যান্য জায়গায় এই গাড়িটি চালানোর জন্য নূন্যতম বয়স ১৬ হতে হবে। এই গাড়িটির টপ স্পিড প্রতি ঘন্টায় ৪৫ কিলোমিটার। এই গাড়ির বডি সম্পূর্ণ প্লাস্টিক এবং এই গাড়িটি তৈরি করতে কোন অতিরিক্ত জিনিস যোগ করা হয়নি। তবে এই গাড়িতে বেশকিছু এমন ফিচার রয়েছে যা এই বয়সে র টিনএজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। ফ্রান্সের ইলেকট্রনিক্স স্টোরে স্মার্টফোন এবং ভিডিয়ো গেম কন্ট্রোল এর সঙ্গে এই গাড়ি বর্তমানে বিক্রি হচ্ছে। আপনি চাইলেই নিতে পারেন এই গাড়িটি।