গেমবাজ ডেস্ক: Tecno Spark Go মোবাইলটির কথা আমরা বেশ কিছুদিন আগেই জেনেছি এবং জানতে পেরেছি যে এই ফোনটি মিড রেঞ্জের সবচেয়ে বেস্ট ফোন স্পেসিফিকেশনের দিক থেকে নয় প্রাইজের দিক থেকে। আর আজ প্রথমবার কেনা যাবে Tecno Spark Go 2020। দুপুর ১২ টায় Flipkart থেকে এই ফোনটির সেল শুরু হবে। টেকনো স্পার্ক গো ২০২০ হল একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন। এই ফোনের দাম ৬,৪৯৯ টাকা। এই দাম ফোনটির ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের। ফোনটি আইস জাদিট এবং অ্যাকোয়া ব্লু কালারে পাওয়া যাবে। এই ফোনের প্রধান প্রধান আকর্ষণ ওয়াটারড্রপ স্টাইল নচ ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। আর এত কম দামে এত ফিচারস নিয়ে বাজারে খুব অল্পসংখ্যক স্মার্ট ফোন এসেছে।
কি অফার পাবেন এই ফোন কিনলে:
যদি কোন গ্রাহক RuPay ডেবিট কার্ড দিয়ে এই ফোনটি কিনে তাহলে, এই ফোনের ওপর ৩০ টাকা ছাড় পাবে। আবার অ্যাক্সিস ব্যাংক বাজ ও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। এছাড়াও ফোনটি নো কস্ট ইএমআই এও কেনা যাবে। এর নো কস্ট ইএমআই শুরু হবে ৭২৩ টাকা থেকে। যা কোন বিশাল ব্যাপার বলে মনে হয় না। যারা কম দামি ফোনের আশায় বসে থাকে তারা ফোনটি অবশ্যই নিতে পারে।