Bajaj Platina 100 KS বাইকটিতে যোগ করা হল নতুন কিছু স্পেসিফিকেশন, এবার ১ লিটার তেলে যেতে পারবে ৮০ কিলোমিটার

 


গেমবাজ ডেস্ক: ভারতের মধ্যবিত্ত পরিবারের মানুষজন অথবা সাধারণ কোন মানুষ যদি বাইক কিনতে চায় তাহলে তাদের বাজেট খুবই কম থাকে। তবে তারা চাই না অত দামি বাইক সস্তার মধ্যে ভালো বাইকের সন্ধান করে তারা সব সময়। তাই বহু এমন কোম্পানি রয়েছে ভারতে যারা বাজেট লেভেল বাইক তৈরি করে থাকে। যা আপনাকে বেশি মাইলেজ সহ বাজেট ফিচার অফার করে। আর এর মধ্যেই ভারতের একটি বাজেট লেভেল বাইক হলো Bajaj Platina 100 KS। 

 

যা বাজেট লেভেল বাইক প্রেমীদের জন্য সেরা একটি বাইক। তবে ইতিমধ্যে অনেক লোকই এই বাজেট লেভেল বাইক কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছে। কারণ করোনা পরিস্থিতির পরে সবার কাছে তেমন অর্থ নেই। এর ফলে বাজাজের এই বেশি বিক্রি হওয়া বাইক বাজাজ নতুন কিছু স্পেসিফিকেশন যুক্ত করে আবার বাজারে লঞ্চ করেছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কি কি নতুন স্পেসিফিকেশন যুক্ত করা হয়েছে বাজাজের এই বাইকে।


১. Bajaj এর এই বাইকটিতে দেওয়া হয়েছে স্প্রিং সাসপেনশন। যার ফলে যে ব্যাক্তি বাইক চালাবে সে বাইকে বসে কিছুটা আরাম পাবে।


২. এছাড়া এই বাইকে ব্যবহার করা হয়েছে নতুন প্রিমিয়াম সিট যার ফলে যে ব্যাক্তি বাইক চালাবে সে আমের সাথে বাইকটি চালাতে পারবে।


৩. তৃতীয়ত এতে বেশ কয়েকটি ডিজাইন চেঞ্জ করা হয়েছে। আগের চেয়ে আরো সুন্দর দেখানো হয়েছে। লাইটের কিছু পরিবর্তন করা হয়েছে।


Bajaj এর এই নতুন বাইকের দাম রাখা হয়েছে ৫১৬৬৭ টাকা। এছাড়া এই বাইকটি আপনারা পেয়ে যাবেন দুটি কালার অপশানে।