নিজের প্রিয়জনদের সাথে গোপনে কথা বলতে সাহায্য করবে এই ৭ টি অ্যাপ, জানতে পারবেনা অন্য কোন ব্যক্তি

 


গেমবাজ ডেস্ক: এখন প্রত্যেকে প্রায়ই নিজেদের আপন জনের সাথে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মত অ্যাপের ব্যবহার করে থাকে। সাধারণত হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশিরভাগ মেসেজ, ভয়েস কলিং ও ভিডিও কলিং করা হয়। তবে আপনারা বেশিরভাগ সময় খবর শুনে হবেন এই ধরনের অ্যাপে মাঝে মাঝেই ডাটা লিক হয়ে যায়। তাই নিজেদের তথ্য গোপন রেখে কথা বলার জন্য এই অ্যাপগুলি সাধারণত ভালো নয়। 

 

আপনারা সকলেই জানেন আমরা যে ফোন নম্বর ব্যবহার করি হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে তার সঙ্গে লিংক থাকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা অন্য কোনো অ্যাকাউন্ট। তবে যদি আমরা নিজেদের ফোন নম্বর অথবা অন্য কোন ডিটেইলস গোপন রেখে অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই তার জন্য রয়েছে বিশেষ কয়েকটি অ্যাপ। যা আমাদের প্রোফাইল অন্য কোনো ব্যক্তির কাছে দেখায় না।তাহলে আসুন দেখে নেওয়া যাক এরকম কয়েকটি অ্যাপের নাম যারা আমাদের তথ্য গোপন রেখে অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে সাহায্য করে।


১. Wire Secure Messaging


২. Telegram


৩. Discord


৪. Protonmail


৫. Google Meet


৬. Skype


৭. Instagram