আজ আবার বেড়ে গেল প্রত্যেক শহরে পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে দাম কত

 


গেমবাজ ডেস্ক: ইতিমধ্যে বাজারে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে হাহাকার হয়ে রয়েছে। কোনরকম পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়নি বাজারে। এই নিয়ে ১৫ দিন হতে চলল পেট্রোল ও ডিজেলের দাম আগের তুলনায় বাড়া তবে এখনো পর্যন্ত তার দাম কিছু পরিমাণ কমেনি। তবে সোমবার দিন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা হলেও পড়ে গিয়েছিল। দিল্লিতে এখন পেট্রোলের দাম রয়েছে ৮৩.৭১ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম রয়েছে ৭৩.৮৭ টাকা প্রতি লিটার। ২০ নভেম্বর এর পর থেকে পেট্রোলের দাম প্রায় ২.৬৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। আর, ডিজেলের দাম বেড়েছে ৩.৪১ টাকা। তবে এখন দেখে নেওয়া যাক প্রত্যেক শহরের তালিকা যেখানে কোন শহরে পেট্রোল ও ডিজেলের দাম কত টাকা হয়েছে।


১. দিল্লি:- পেট্রোল ৮৩.৭১ টাকা।

                ডিজেল ৭৩.৮৭ টাকা।

            

২. মুম্বই:- পেট্রোল ৯০.৩৪ টাকা।

               ডিজেল ৮০.৫১ টাকা।

              

৩. কলকাতা:- পেট্রোল ৮৫.১৯ টাকা। 

                      ডিজেল ৭৭.৪৪ টাকা।

                      

৪. চেন্নাই:- পেট্রোল ৮৬.৫১ টাকা। 

                  ডিজেল ৭৭.৪৪ টাকা।

                  

৫. বেঙ্গালুরু:- পেট্রোল ৮৬.৫১ টাকা।

                     ডিজেল ৭৮.৩১ টাকা।


৬. নয়ডা:- পেট্রোল ৮৩.৬৭ টাকা।

                ডিজেল ৭৪.২৯ টাকা।


৭. লখনউ:- পেট্রোল ৮৩.৫৯ টাকা।

                  ডিজেল ৭৪.২১ টাকা।


৮. পটনা:- পেট্রোল ৮৬.২৫ টাকা।

                ডিজেল ৭৯.০৪ টাকা।


৯. চন্ডীগড়:- পেট্রোল ৮০.৫৯ টাকা।

                   ডিজেল ৭৩.৬১ টাকা।