দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ১০ হাজার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী


গেমবাজ ডেস্ক: বেশ কিছুদিন আগে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অনলাইন পড়াশোনা করার জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন পরিস্থিতি বলছে ৯ লক্ষ পড়ুয়াকে এই মুহূর্তে মধ্যে ট্যাব দেওয়া অসম্ভব ব্যাপার। 

 

কারণ হিসাবে জানানো হয় এত কম সময়ে এত ট্যাবের যোগান পাওয়া মুশকিল। মঙ্গলবার অর্থাৎ আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানালেন নবান্নে। তবে এ বিষয়ে অন্য একটি পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

 

তিনি আরো জানান এত কম সময় বেশি চেষ্টা করলেও এক থেকে দেড় লক্ষ ট্যাব জোগাড় হবে। তার ওপর আবার চিনা ট্যাব কেনা যাবে না। তাই এই সিদ্ধান্ত নিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় তিন সপ্তাহের মধ্যে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে।