Harley Davidson এবার ভারতের বাজারে নিয়ে আসছে নতুন একটি বাইক Limited BS6, জানুন দাম ও ফিচার

 


গেমবাজ ডেস্ক: বছরের শুরুতেই ভারতের বাজারে পাওয়া যাবে হারলে ডেভিডসনের বাইক। হয়তো কমতেও পারে মোটরসাইকেলের দাম। বহু বছর পর ভারতে ফিরে এই নিয়ে কয়েকটি বাইক বের করল হারলে ডেভিডসন।বাইকের নাম উঠলে হারলে ডেভিডসন এর নাম উঠবে না এটা হতেই পারে না। তবে হারলে ডেভিডসনের এই নতুন দুটি বাইকের নাম রাখা হয়েছে হারলে ডেভিডসন সি ভি ও লিমিটেড বি এস৬।


তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বিখ্যাত বাইকের বেশকিছু স্পেসিফিকেশন:


হারলে ডেভিডসনের একটি অত্যন্ত প্রিমিয়াম বাইক এটি যার বডি টাইপ হচ্ছে ক্রুইজার বাইক, ট্যুরার বাইক। এছাড়া এই বাইকটিতে সিট ব্যবহার করা হয়েছে স্পিডোমিটার, ওডোমিটার, কনসোল, ট্রিপ মিটার, অ্যানালগ এবং স্প্লিট টাইপের। এই বাইকটি সেল্ফ স্টার্ট এর মাধ্যমে চালু করা যাবে। এই বাইকটিতে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ১৯২৩ সি সি এই ইঞ্জিনটি টুইন কুলড মিলওয়াউকি এইট ১১৭ টাইপ। এছাড়া রয়েছে ৬ টি গিয়ার স্পিড এই বাইকটিতে। এই বাইকটি চলবে সম্পূর্ণ পেট্রোল এর থেকে। এছাড়া এই বাইকটির সামনে ও পিছনে উভয়দিকে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক। এই বাইকটির দাম ভারতের বাজারে রাখা হবে ৫০.৮৩ লাখ টাকা।