আপনার হাতে থাকা স্মার্টফোনের পাসওয়ার্ড কেউ হ্যাক করার চেষ্টা করছে, আপনাকে সাহায্য করবে এই সহজ পদ্ধতি

 


গেমবাজ ডেস্ক: আমরা ঘরে বেশিরভাগ সময় ফ্রী টাইমে নিজেদের হাতে থাকায স্মার্টফোন চালিয়ে থাকি। স্মার্টফোনে সবসময় গেম খেলা ইউটিউব দেখা অন্যান্য কাজ করে থাকি। তবে আমাদের স্মার্টফোনে থাকা বিভিন্ন অ্যাপের পাসওয়ার্ড অনেক সময় হ্যাক হয়ে যায়।তবে অনেক সময় মনে হয় কেউ আমাদের পাসওয়ার্ড হ্যাক করছে অথবা ফোনে কিছু গন্ডগোল করছে। আজকে আমরা জানবো যদি ফোনে কেউ আমাদের পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করে তাহলে আমরা কিভাবে জানব।


১. গুগল এর তরফ থেকে একটি টুল এসেছে কিছুদিন আগে যার নাম পাসওয়ার্ড চেক। এর মাধ্যমে অতি সহজেই জানা যায় যে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সুরক্ষিত আছে কিনা।


২. তবে এটি ব্যবহারের আগে আপনাকে কয়েকটি নিয়ম মানতে হবে। প্রথমত আপনাদের গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে হবে।


৩. এছাড়া আপনাদের ফোনে একটি ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এরপর গুগল ক্রোমে গিয়ে  পাসওয়ার্ড চেকআপ সার্চ করতে হবে।


৪. এরপর আপনাদের সেখানে থাকা ‘অ্যাড টু ক্রোম’ বাটনে ক্লিক করতে হবে। এরপর সেখানে নিজেদের অ্যাকাউন্টটিকে সিগনেচার ইন করতে হবে।


৫. এরপর সেখান থেকে আপনাকে জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা। যদি সুরক্ষিত না থাকে তাহলে সেখানে একটি লাল সিগন্যাল দেখাবে এবং আপনাকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে।