এবার থেকে QR কোড স্ক্যান করে নাম্বার সেভ করা যাবে হোয়াটসঅ্যাপে, জেনে নিন পদ্ধতি

 


গেমবাজ ডেস্ক: সবচেয়ে বেশি ব্যবহৃত জনপ্রিয় একটি ম্যাসেজিং প্লাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। এখন প্রত্যেকে মেসেজের জন্য হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহার করে থাকে। অন্য কোন প্লাটফর্মে গিয়ে ম্যাসেজ করা ছেড়েই দিয়েছে। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকেই একটি অসুবিধার মুখোমুখি হয়। যা হলো নম্বর সেভ করা বা কন্টাক্ট সেভ করা। তবে এবার হোয়াটসঅ্যাপ আপনাদের জন্য নিয়ে এসেছে দারুন একটি ফিচার যার সাহায্যে আপনারা খুব সহজে অন্য কারো হোয়াটসঅ্যাপ নাম্বার নিজেদের মোবাইলে সেভ করতে পারবেন। কয়েক সেকেন্ডে সেভ হয়ে যাবে অন্য কারোর হোয়াটসঅ্যাপ নম্বর। তাহলে আসুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি।


১. প্রথমত আপনাদের নিজেদের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলে নিতে হবে। তারপর ডান পাশে উপরের দিকে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে।


২. এরপর আপনাদের সামনে চারটি অপশন আসবে যার মধ্যে আপনাদের সেটিংস অপশনটিতে ক্লিক করতে হবে।


৩. এরপর সেটিংস খুলে গেলে আপনাদের নামের ঠিক ডানপাশটাতে আপনারা একটি কিউআর কোড অপশন পাবেন।


৪. সেখানে আপনারা My Code এবং Scan Code এর দুটি অপশন পাবেন। দ্বিতীয় অপশনটি অর্থাৎ স্ক্যান কোডে ক্লিক করুন।


৫. এরপর যার হোয়াটসঅ্যাপ নাম্বার নিজেদের মোবাইলে সেভ করতে চান তার কিউআর কোড স্ক্যান করুন।


৬. যখনই কিউআর কোডটি স্ক্যান হয়ে যাবে তারপরই সেই কিউআর কোড ব্যবহার করা ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপে যোগ হয়ে যাবে।


৭. এছাড়া কেউ আপনাকে ডাইরেক্ট কোড পাঠালেও গ্যালারিতে গিয়ে তা সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে সেভ করতে পারেন।