বছরের শুরুতেই সুখবর! বৃদ্ধি পেল ইপিএফ-এ সুদের হার, বাড়ল প্রায় ৮.৫ শতাংশ

 


গেমবাজ ডেস্ক: নতুন একটি সুখবর ও উপহার নিয়ে এসেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে লেখা হয়েছে ইপিএফের সুদের হার এবার থেকে বৃদ্ধি করা হবে‌। এই বিজ্ঞপ্তি জারি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার। যার ফলে এবার থেকে বর্তমান যেকোনো কাজ করা কর্মচারীরা ৮.১৫ শতাংশ সুদ পাবে। এই খবরটি জানা গেছে ৩১ শে ডিসেম্বর একটি সাংবাদিক বৈঠকে। যে সকল কর্মচারীরা ইপিএফ হোল্ডার রয়েছেন তাদের জন্য রয়েছে এই শুভেচ্ছা বার্তা। 

 

সেই সাংবাদিক বৈঠকে আরো জানানো হয় ২০২০ সালটা পুরোপুরি অস্বাভাবিক পরিস্থিতি ও করোনা ভয়াবহে গেছে। আর নতুন এই উপহার সাহায্য করবে বর্তমান কর্মচারীদের। এছাড়া সেই বৈঠকে আরও জানা যায় ২০১৯ থেকে ২০২০ সালের  ইপিএফে সুদের হার ৮.৫০ শতাংশ রাখার জন্য। 

 

তবে এই অনুমোদন কিছু সময়ের জন্য স্থগিত থাকবে। কেননা করোনা ভাইরাসের কারণে সরকারি রাজকোষে কিছুটা টান পড়েছে। যার ফলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক কিছু মাসের মধ্যেই এই ইস্যুর অনুমোদন দেবেন। তবে এই সুদ দুই ভাগে ভাগ করে মিটিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। তাই বর্তমান কর্মচারীদের জন্য বছরের শুরুতেই এটি একটি সুখবর।