WhatsApp-এর 12 বছর! জন্মদিনে প্রাইভেসি পলিসি নিয়ে জরুরি বার্তা

Gamebazz ডেস্ক: আপডেটেড প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্কের মাঝে বৃহস্পতিবার জন্মদিনে কোম্পানির দশকেরও বেশি লম্বা জার্নির পরিসংখ্যান তুলে ধরল WhatsApp। এদিন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম জানাল, ইতিমধ্যেই WhatsApp-এর সদস্য সংখ্যা 2 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। সেই সঙ্গেই প্রত্যহ বিশ্বব্যাপী প্রায় 1 বিলিয়ন ইউজার WhatsApp ব্যবহারও করে বলে জানানো হয়েছে। 


বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে WhatsApp লিখছে, '2 বিলিয়নেরও বেশি ইউজার প্রতি মাসে WhatsApp ব্যবহার করেন এবং 100 বিলিয়ন মেসেজ ও 1 বিলিয়নেরও বেশি Calls করা হয় এই প্ল্যাটফর্ম থেকে। আমরা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের দ্বারা আপনাদের তথ্য গোপন রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। আর সেটা সারা জীবনের জন্যই। আনন্দের 12 বছরে সকলকে শুভেচ্ছা!'


বিগত কিছু দিন ধরে WhatsApp-এর প্রাইভেসি পলিসি নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। আসলে, বিজ্ঞাপনের সুবিধার্থে ইউজারদের ডেটা Facebook-এর সঙ্গে শেয়ার করতে চলেছে WhatsApp। তবে তার জন্য ইউজারদের অনুমতি দিতে হবে। আর WhatsApp-এর এহেন শর্ত যে সব ইউজারেরা মানতে পারবেন না, তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে। কোম্পানির এই পলিসির কারণে একটা বিরাট অংশের ইউজার WhatsApp ছেড়ে বেরিয়ে আসেন। তার পরই WhatsApp-এর বিকল্প Telegram এবং Signal-এ ভিড় বাড়তে থাকে গ্রাহককূলের। চাপের মুখে প্রাইভেসি পলিসি ফেব্রুয়ারি থেকে মে মাসে স্থগিত করতে একপ্রকার বাধ্য হয় WhatsApp।


শেষমেশ 15 মে থেকে কার্ষকরী হতে চলেছে WhatsApp-এর নতুন প্রাইভেসি পলিসি। কোম্পানি নিজেদের FAQ সেকশনে এই প্রাইভেসি পলিসি সম্পর্কে লিখছে, 'এই নতুন পলিসি রিভিউ করার জন্য আপনাদের 15 মে পর্যন্ত সময় দেওয়া হল। তার মধ্যেই যদি আপনারা এই পলিসি স্বীকার না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলিট করা হবে না ঠিকই, কিন্তু তার পুরো অ্যাকসেস আপনার হাতে আর থাকবে না। যতক্ষণ না আপনি এই প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করছেন, ততক্ষণই আপনাকে WhatsApp-এর সম্পূর্ণ অ্যাকসেস দেওয়া হবে না। কলস বা নোটিফিকেশন সবই রিসিভ করতে পারবেন, কিন্তু মেসেজ পাঠাতে বা পড়তে পারবেন না।'