Facebook-এর Locked ছবি ডাউনলোড করবেন যেভাবে


Gamebazz ডেস্ক: Facebook-এ অনেকেই প্রোফাইল লকড করে রাখেন। তাই ফুল সাইজ ভিউ পিকচার ডাউনলোড করা নিয়ে ঝামেলায় পড়েন অনেকেই। ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য রয়েছে এই সমস্যার সমাধান।

এজন্য আপনাকে কোনো প্রোফাইল পিকচার আনলকার টুল বা অ্যাপ ব্যবহার করতে হবে না। আপনি Facebook থেকে কাজটি সহজেই করতে পারবেন। প্রথমে আপনাকে ওই প্রোফাইলের প্রবেশ করতে হবে। পিসি ব্যবহারকারীরা ব্রাউজারের ইনসপেক্টর টুল ইউজ করে যে কোনো Facebook প্রোফাইল আইডি সহজেই বের করতে পারবেন। কিন্তু মোবাইলে ইনসপেক্টর টুল থাকে না। এজন্য findmyfbid.com ওয়েব টুলটিতে প্রবেশ করুন এবং যে কারো Facebook প্রোফাইলে প্রবেশ করে ব্রাউজার থেকে প্রোফাইল লিংকটি কপি করুন। যে কোনো ফেসবুক প্রোফাইল লিংক প্রবেশ করানোর পরে ‘Find numeric ID’ বাটনটিতে ক্লিক করুন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার প্রবেশ করানো লিংকটি থেকে Facebook personal numeric ID টি পেয়ে যাবেন।

এবার মোবাইল বা পিসির যে কোনো ব্রাউজারে নতুন ট্যাব ওপেন করে লিংকটি ( https://graph.facebook .com/ID/picture?width=800) পেস্ট করুন, এখনই লিংকটি ভিজিট করবেন না।

এবার লিংকে থাকা ID টেক্সটটি আপনার জেনারেট করা Facebook personal numeric ID এর সঙ্গে রিপ্লেস করুন। এতে লিংকটি দেখতে https://graph.facebook. com/100008008238580/picture?width=800 এমন হবে। এবার এই লিংকটিতে প্রবেশ করলেই ওই প্রোফাইলের লকড থাকা প্রোফাইল পিকচার ফুল সাইজ ওপেন হয়ে যাবে। আপনি যেটা সহজেই ডাউনলোড করতে পারবেন।