Jio POS Lite অ্যাপ:বাড়িতে বসে প্রচুর ইনকামের সুযোগ




 Gamebuzz ডেস্ক: করোনার জেরে ভেঙে পড়েছে অর্থনীতি।অনেকেই কাজ হারিয়েছেন। এহেনপরিস্থিতিতে Jio POS Lite অ্যাপের সাহায্যে বাড়িতে বসে উপার্জনের সুযোগ করে দিয়েছে বেসরকারি টেলিকম সংস্থা Reliance Jio। এটি Google Play Store থেকে বিনামূল্যেই ডাউনলোড করা যাবে। এই Jio POSLite আসলে একটি কমিউনিটি রিচার্জ অ্যাপ, যার সাহায্যে আপনি তো বটেই, এমনকী পরিবারের সদস্য, বন্ধুবান্ধব যে কারও জন্য মোবাইল রিচার্জ করে দিতে পারেন। 100 টাকা রিচার্জ করালে কমিশন স্বরূপ পাবেন 4 টাকা।এবার দেখে নেওয়া যাক কিভাবে এই অ্যাপটি কাজ করে। 

প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে Google Play Store-এ গিয়ে JioPOS Lite ডাউনলোড করে নিন। এরপর ইনস্টল করে অ্যাপটি খুলুন।

এবার অ্যাপ ব্যবহার করার জন্য বিশেষ কিছু অনুমতি আপনার কাছে চেয়ে নেওয়া হবে। তার মধ্যে রয়েছে ফোন নম্বর, লোকেশন, মিডিয়া ইত্যাদি। এই সবের অনুমতি দিয়ে দিন।


এরপর আপনাকে JioPOS Lite অ্যাপে সাইন ইন করার একটি অপশন দেওয়া হবে। সাইন ইন করে ফেলুন এবং তারপরেই Register Now অপশনে ট্যাপ করুন।

রেজিস্টার করতে আপনাকে ইমেল আইডি বা Jio মোবাইল নম্বর দিতে হবে। তার ঠিক নীচেই থাকবে রিচার্জ করানোর তিনটি বিকল্প অপশন। এগুলির মধ্যে আপনাকে Recharge Partner অপশনে ট্যাপ করতে হবে।

এবার Generate OTP অপশনে ক্লিক করুন। আর তারপরই আপনার Jio নম্বরে OTP চলে আসবে। এন্টার করুন।

আবার আপনার কাছে অনুমতি চাওয়া হবে। অনুমতি দেওয়া হয়ে গেলে ফোনের লক খুলতে বলা হবে।

এর পর আপনাকে নাম এবং ইমেল আইডি জিজ্ঞেস করা হবে। এমনকী এখান থেকে নিজের লোকেশনও সেট করে নিতে পারেন। এবার Terms And Conditions একবার পড়ে নিয়েই Continue অপশনে ক্লিক করুন।

এতদূর ঠিকঠাক চললে তারপর লগইনে ট্যাপ করতে হবে। নিজের ফোন নম্বরটি সেখানে আবারও দিয়ে দিন এবং তারপরই একটি OTP আসবে। সেটিকে ভ্যালিডেট করুন।

গোপনীয়তার জন্য এবার আপনাকে নিজস্ব একটি mPIN তৈরি করতে হবে। নিজের পছন্দসই mPIN তৈরি করা হয়ে গেলেই সেটআপ অপশনে ট্যাপ করতে হবে।

অন্যের মোবাইল কী ভাবে রিচার্জ করবেন?

একবার রেজিস্ট্রেশন হয়ে গেলেই 4টি বিকল্প দেখানো হবে আপনাকে। তার প্রথমটি হল রিচার্জের, দ্বিতীয় অপশন উপার্জনের (Earning), তৃতীয় অপশন Load Money এবং চতুর্থ অপশন Passbook-এর।

আপনাকে প্রথম অপশন অর্থাৎ Recharge-এ ট্যাপ করতে হবে। এবার আপনি যে কোনও নম্বরে রিচার্জ করাতে পারবেন। আর এই ভাবে রোজগারও করতে পারবেন। অন্যের রিচার্জের মাধ্যমে যে অর্থ আপনি উপার্জন করবেন, তা Money Earning অপশনেই আপনাকে দেখানো হবে।

তবে জেনে রাখা ভালো। অন্যের নম্বর হোক বা হোক সে নিজের, রিচার্জ করাতে নিজের অ্যাকাউন্টে অন্তত 500 টাকা ব্যালেন্স রাখতেই হবে।আপনি যত রিচার্জ করতে পারবেন তত আপনার উপার্জন বাড়বে।