তবে কি ভারতে আবার ফিরছে TikTok?


Gamebazz ডেস্ক:  Short Video তৈরির সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম TikTok-এর ভারতীয় কার্যক্রম বিক্রি করবে Byte Dance। এরই মধ্যে চীনভিত্তিক প্রতিষ্ঠানটি সম্ভাব্য ক্রেতা হিসেবে ভারতে TikTok-এর প্রতিদ্বন্দ্বী অ্যাপ Glance কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে।Glance যেহেতু ভারতীয় কোম্পানি, সুতরাং TikTok ব্যবহারকারীরা আশায় বুক বাঁধছেন যে আবার হয়তো ভারতে ফিরতে চলেছে TikTok।


ভারতে TikTok অ্যাপে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে লাখ লাখ ব্যবহারকারী হারানোয় কার্যক্রম বিক্রি করবে TikTok।


গত বছরে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার জেরে ভারতে চীনা পণ্য বর্জনের ডাক ওঠে। এর ধারাবাহিকতায় TikTok, UC Browser, Share It, Helo-র মতো ৫৯টি জনপ্রিয় অ্যাপসহ দুই শতাধিক অ্যাপ নিষিদ্ধের মধ্য দিয়ে সে পথেই হাঁটে ভারতের কেন্দ্রীয় সরকার।


এদিকে স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়ার পর বিবৃতিতে TikTok জানায়, গত সাত মাসে ভারতে আরোপিত নিষেধাজ্ঞার সমাধান সম্পর্কে সরকারের প্রতিক্রিয়ার অভাবের পরিপ্রেক্ষিতে ভারতে কর্মী সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে টিকটকের ভারতীয় কার্যক্রম বিক্রি করার উদ্যোগ  নিয়েছে টিকটকের প্যারেন্ট কোম্পানি চীনা ইন্টারনেট কোম্পানি Byte Dance ।