এক ক্লিকেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট! ইনস্ট্যান্ট লোনের লিঙ্কের ক্ষেত্রে সতর্ক করল SBI

Gamebazz ডেস্ক: ব্যবসা করবেন নাকি মেয়ের বিয়ে? এক ক্লিকেই ঘরে ঋণ হিসেবে চলে আসবে মোটা টাকা! এমন চটকদারি বিজ্ঞাপনের ক্ষেত্রে SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India)) সতর্ক বাণী বলছে অন্য কথা। এই জাতীয় তাৎক্ষণিক ঋণ দেওয়ার যে কোনও অচেনা অজানা লিঙ্ক ভয়ঙ্কর হতে পারে বলে সাবধান করেছে SBI। তাদের বক্তব্য আজকের দিনে নিজেদের ঝাঁ-চকচকে জীবনযাত্রায় গাড়ি, বাড়ি থেকে শুরু করে বিদেশযাত্রার জন্য ঋণ নিচ্ছে মানুষ। কিন্তু সহজে কয়েক লক্ষ টাকা লোন পেতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য না হয়ে যায়!


বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই লিঙ্কে ক্লিক করার পর অ্যাকাউন্ট থেকে মোটা টাকা বেরিয়ে যাচ্ছে। পুলিশের কাছেও এরকম নানা সাইবার জালিয়াতির অভিযোগ জমা হয়েছে। নিজের গ্রাহকদের নিয়ে তাই চিন্তায় আছে SBI। মূলত তাঁদের উদ্দেশ্যে এবং জনসাধারণকে সচেতন করতে Twitter-এ তারা এই পোস্ট দিয়েছে যে গ্রাহকরা যেন ভুলেও কোনও ইনস্ট্যান্ট লিঙ্কে ক্লিক না করেন!বার বার এটা বলা হয়েছে যে যদি সত্যি কারও কোনও অর্থনৈতিক সাহায্যের দরকার হয় তাহলে ব্যাঙ্কের সঙ্গেই যোগাযোগ করতে! কর্তৃপক্ষ বলেছে https://bank.sbi/ এই লিঙ্কে ক্লিক করে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার কথা!