‘Auto Delete’ ফিচার এনেছে টেলিগ্রাম


Gamebazz ডেস্ক: দেশে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ব্যবহার বেড়েছে। মূলত হোয়াটসঅ্যাপের নীতিগত পরিবর্তনের সিদ্ধান্তের পরই বিকল্প হিসেবে অনেকেই অ্যাপটি ব্যবহার করছেন। এ সুযোগে নিজেদেরকে আরও গুছিয়ে নিচ্ছে টেলিগ্রাম। সে ধারাবাহিকতায় নতুন ফিচার যোগ হলো অ্যাপটিতে।


কয়েক মাস আগেই ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ নামে একটি ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারটিও প্রায় একইরকম। এই ফিচারটি কেউ চালু করলে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে পাঠানো মেসেজ সাতদিনের বেশি থাকবে না। সাতদিন হয়ে গেলে এমনিই মুছে যাবে।


টেলিগ্রাম জানিয়েছে, অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে ‘ক্লিয়ার হিস্টরি’ অপশনে যেতে হবে। ব্যবহারকারীরা চাইলে এই মেসেজ মুছে যাওয়ার সময়সীমা একদিনও রাখতে পারবেন। আবার চাইলে সেই সময়সীমা সাতদিনও করতে পারবেন।


তবে আইওএস ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রথমে কোনো মেসেজ নির্বাচন করতে হবে। তারপর ‘ক্লিয়ার চ্যাট’ অপশনে গিয়ে অটো ডিলিট অপশনটি বেছে নিতে হবে। তারপর সেটার ডিউরেশন (২৪ ঘণ্টা না সাতদিন) বেছে নিতে হবে।