এক চার্জেই ১০ঘন্টা, 32GB RAM-2TB স্টোরেজের দুরন্ত ল্যাপটপ লঞ্চ করলো Vaio Z (2021)


Gamebazz ডেস্ক: জাপানের Vaio Corp লেটেস্ট ফ্ল্যাগশিপ ল্যাপটপ Vaio Z (2021) লঞ্চ করল। এটিই বিশ্বের প্রথম ল্যাপটপ, যা তৈরি করা হয়েছে Contoured Carbon Fiber-এর সাহায্যে, যা দেখতে অনবদ্য কিন্তু খুবই হাল্কা। Vaio Z (2021)-এ রয়েছে 11th-generation Intel Core i7 প্রসেসর এবং Intel Iris Xe গ্রাফিক্স। Vaio-র এই নতুন ফ্ল্যাগশিপ ল্যাপটপের সবথেকে আকর্ষণীয় দিক হল, এর টপ ভ্যারিয়্যান্ট 32GB RAM এবং 2TB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে।


স্পেসিফিকেশনসের দিক থেকে এই Vaio ল্যাপটপে রয়েছে, 14 ইঞ্চির Ultra-HD 4K স্কিন, যার রেজোলিউশন 3840x2160 পিক্সেল এবং এটি HDR সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে। দুরন্ত এই ল্যাপটপ চলবে Windows 10 Pro অপারেটিং সিস্টেমের সাহায্যে। Vaio Z (2021)-এর স্ক্রিন ভিউয়িং অ্যাঙ্গেল 180 ডিগ্রি পর্যন্ত।


Vaio Z (2021) ল্যাপটপে দেওয়া হয়েছে Windows Hello facial recognition technology। উন্নততর এই প্রযুক্তির সাহায্যে ল্যাপটপে সাইন-ইন খুবই সহজ হবে। এছাড়াও এই ল্যাপটপে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Dolby Audio sound। তবে Vaio Z (2021)-র সবথেকে আকর্ষণীয় ফিচার্স হল এর দুরন্ত ব্যাটারি ব্যাকআপ। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এই ল্যাপটপের ব্যাটারি একবার চার্জেই 10 ঘণ্টা অবধি ব্যবহার করা যেতে পারে। এই ব্যাটারি 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।


14 ইঞ্চির স্ক্রিন এবং 4K রেজোলিউশনের Vaio Z (2021) সিগনেচার এডিশনের 16GB RAM এবং 512GB স্টোরেজ মডেলে দাম 3,579 মার্কিন ডলার, ভারতীয় মূল্যে প্রায় 2,59,900 টাকা। অন্য দিকে আবার এই ল্যাপটপের 16GB RAM এবং 1TB স্টোরেজ মডেলের দাম 3,779 মার্কিন ডলার, যা ভারতীয় মূল্যে প্রায় 2,74,400 টাকা। Vaio Z (2021)-এর 16GB RAM এবং 2TB স্টোরেজ অপশনের দাম 3,979 মার্কিন ডলার, ভারতীয় মূল্যে যা প্রায় 2,88,900 টাকা। এছাড়া এই ল্যাপটপের টপ ভ্যারিয়্যান্ট অর্থাৎ 32GB RAM এবং 2TB স্টোরেজ মডেলের দাম 4,179 মার্কিন ডলার, যা ভারতীয় মূল্যে প্রায় 3,03,400 টাকা।