করোনা টিকা নিতে Co-WIN 2.0 অ্যাপে চলছে রেজিস্ট্রেশন! জেনে নিন কিভাবে করবেন

Gamebazz ডেস্ক: সোমবার থেকে ভারতে শুরু হলো টিকাকরণ কর্মসূচি। এই পর্যায়ে দেশের ষাটোর্ধ্ব মানুষজন যেমন কোভিড টিকা পাবেন, তেমনই আবার 45 বছর বা তার থেকে বেশি বয়সের লোকজন যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁরাও পেয়ে যাবেন এই টিকা।দ্বিতীয় পর্যায়ে বয়স্কদের কোভিড টিকা নিতে গেলে Co-WIN 2.0 অ্যাপ বা পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এদিন সকাল থেকেই প্রচুর পরিমাণে বয়স্করা এই অ্যাপে রেজিস্টার করতে শুরু করেন। 


Co-WIN 2.0   অ্যাপে কী ভাবে রেজিস্টার করবেন?


পদ্ধতি ১ - প্রথমেই আপনাকে Co-WIN-এর অফিসিয়াল ওয়েবসাইট বা cowin.gov.in-এ যেতে হবে।

পদ্ধতি ২ - সেখানে গিয়ে আপনার 10 ডিজিটের ফোন নম্বর বা আধার নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।

পদ্ধতি ৩ - যেই আপনি ফোন নম্বর দেবেন, আপনার ফোনে একটি OTP আসবে। সেটা দিয়ে দিন।

পদ্ধতি ৪ - রেজিস্ট্রেশন একবার হয়ে গেলেই নির্ধারিত দিনে, যথা সময়ে, যথাস্থানে পৌঁছে গেলেই পেয়ে যাবেন কোভিড টিকা।

পদ্ধতি ৫ - উপরোক্ত সব কাজ ঠিকঠাক ভাবে করার পর আপনার কাছে একটি রেফারেন্স আইডি আসবে। সেই আইডি থেকেই টিকাকরণের সার্টিফিকেট পেয়ে যাবেন আপনি।



Co-WIN 2.0 অ্যাপে রেজিস্টার করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন?


* 45 বছরের উর্ধ্বে যাঁদের বয়স এবং তাঁদের যদি কো-মর্বিডিটি থাকে, তাহলে একটি মেডিক্যাল সার্টিফিকেট দেখাতে হবে। সেখানে যেন উল্লেখ করা থাকে যে, সেই ব্যক্তির কো-মর্বিডিটি রয়েছে।


* যাঁদের বয়স 60 বছরের বেশি, তাঁদের টিকাকরণের প্রক্রিয়ায় অংশ নিতে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা যে কোনও ফোটো আইডি প্রুফ দেখাতে হবে।


সরকারের তরফে জানানো হয়েছে, কোভিড টিকার প্রতি ডোজ়ে বেসরকারি হাসপাতালগুলি 250 টাকা চার্জ করতে পারে।