এবার ফেসবুক থেকেও করা যাবে আয়, জানুন কিভাবে


Gamebazz  ডেস্ক:  ছোট সংস্করণের ভিডিও ও স্টোরিজে স্টিকার বিজ্ঞাপন দেখাবে ফেসবুক। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা বাড়তি আয় করতে পারবেন।সম্প্রতি একটি ব্লগে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক জানায়, বড় ভিডিওগুলোর পাশাপাশি এখন থেকে ছোট সংস্করণের ভিডিওতেও বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা।


ছোট সংস্করণের ভিডিওর পাশাপাশি স্টোরিজ ও ফটো স্টিকারের মাধ্যমেও আয়ের সুযোগ তৈরি করছে ফেসবুক।  শুধু তাই নয়, লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও আয় করা যাবে। দর্শকরা লাইভ চলাকালে তাদের পছন্দের কনটেন্ট ক্রিয়েটরদের টিপিং প্রক্রিয়ার মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন।


ফেসবুক আরও জানায়, তাদের নতুন এ নীতিমালা কনটেন্ট ক্রিয়েটরদের আরো বেশি অর্থ আয়ে সহযোগিতা করবে। ফলে যেসব অপরিচিত কনটেন্ট ক্রিয়েটররা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য এ নীতিমালা সহায়ক হিসেবে কাজ করবে।


এর আগে শুধু ৩ মিনিট বা এর বেশি সময়ব্যাপী ভিডিওগুলোর ক্ষেত্রে বিজ্ঞাপন গ্রহণের সুযোগ রেখেছিল ফেসবুক। বর্তমান নীতিমালায় ১ মিনিটব্যাপী ভিডিওগুলোর জন্যও বিজ্ঞাপন নীতিমালা প্রয়োগ করবে ফেসবুক।