Facebook লঞ্চ করলো Instagram Lite app, যা চলবে 2G network-এও

Gamebazz  ডেস্ক: ফেসবুক নতুন  Instagram Lite সংস্করণ ঘোষণা করেছে। ধীর ইন্টারনেট গতি থাকলেও ব্যবহারকারীরা নতুন সংস্করণটি ব্যবহার করতে পারবে। সংস্থাটি ঘোষণা করেছে যে ১৭০ টি দেশ এই নতুন ইনস্টাগ্রাম লাইট সংস্করণটি পাবে। নতুন ভার্সনটি ভারতেও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


অ্যাপটির নতুন সংস্করণ প্রাথমিকভাবে কেবল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। সংস্থার দাবি, এই সংস্করণটি অ্যাপের ঐতিহ্যবাহী সংস্করণের চেয়ে কম ডেটা স্থানান্তরের মাধ্যমে ব্যবহার করা যাবে।


রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপ্লিকেশনটির নতুন লাইট সংস্করণটির আকার মাত্র 2MB। তুলনায়, অ্যাপটির পুরনো  সংস্করণটি 30MB আকারের। নতুন সংস্করণটি 2G নেটওয়ার্ক গতিতেও চালিত হবে বলে আশা করা হচ্ছে।অ্যাপ্লিকেশনটির নতুন লাইট সংস্করণটি রিল এবং আইজিটিভি এর মতো কিছু বৈশিষ্ট্যকে সরিয়ে দিয়ে নতুনভাবে সংস্কার করা হয়েছে।