শীত-গ্রীষ্ম উভয় মরসুমেই আরামদায়ক AC নিয়ে হাজির হল Haier


Gamebazz  ডেস্ক: শুক্রবারই ভারতে নতুন CleanCool অল সিজন এয়ার কন্ডিশনার লঞ্চ করল Haier। নতুন এই AC-র মডেল নম্বর HSU18CH-TFW3B (INV) এবং এটা সারা ভারতেই উপলব্ধ, দাম 66,000 টাকা।ফিচারের দিক থেকে Haier-এর এই নতুন AC-তে 1.5 টন কুলিং ক্যাপাসিটি রয়েছে। পাশাপাশিই এটি ট্রিপল ইনভার্টার প্লাস প্রযুক্তি সাপোর্ট করে। কোম্পানি দাবি করছে, অত্যাধুনিক এই প্রযুক্তি স্বয়ংক্রিয় ভাবেই কোনও ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। Haier-এর আরও দাবি, চিরাচরিত ইনভার্টার টেকনোলজির থেকে এই ট্রিপল ইনভার্টার প্লাস প্রযুক্তি খুবই দ্রুততার সঙ্গে মনপসন্দ তাপমাত্রা যেমন ঘরে দিতে পারে, তেমনই আবার DC ভোল্টেজ অ্যাডজাস্ট করে 140V থেকে 264V-এর মধ্যে আদর্শ ভোল্টেজ কন্ট্রোল ধরে রাখতে পারে।


Haier-এর এই নতুন CleanCool AC-তে কোম্পানির সেল্ফ ক্লিন টেকনোলজি রয়েছে, যার সাহায্যে ইউজারেরা বাটন প্রেস করার সঙ্গে সঙ্গেই ইন্ডোরে একটা ফ্রেশ আবহাওয়ার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। ঠিক যখনই এই সেল্ফ ক্লিন ফিচারটি অ্যাক্টিভেট করা হবে, তখনই AC-র ইভাপোরেটরে বরফ জমাট বাঁধতে থাকবে, যা আদতে কয়েল থেকে সমস্ত ধূলিকণাকে বের করতে সাহায্য করে। কিছু ক্ষণ পরই বরফ গলতে শুরু করে এবং সমস্ত ধূলিকণা জলের সঙ্গেই পাইপের মধ্যে দিয়ে বেরিয়ে যায়।তুন লঞ্চ হওয়া এই AC-তে রয়েছে মাইক্রো ডাস্ট ফিল্টার।এছাড়াও রয়েছে সুপার অ্যান্টি-কোরোসন প্রোটেকশন রয়েছে, যা AC-কে মরচে পড়া থেকে রক্ষা করতে সাহায্য করে।