কম দামে আকর্ষণীয় 5G স্মার্টফোন আনলো iQoo Neo 5

Gamebazz  ডেস্ক: Vivo-র সাব-ব্র্যান্ড iQoo একটি নতুন 5G সাপোর্টেড হ্যান্ডসেট লঞ্চ করল। কোম্পানির সেই নয়া স্মার্টফোনের নাম iQoo Neo 5। দুর্ধর্ষ এই ফোনে একটি Qualcomm Snapdragon 870 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে লিক্যুইড কুলিং সিস্টেম এবং 12GB পর্যন্ত RAM।


iQoo Neo 5 স্মার্টফোনে একটি 6.62 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz এবং স্যাম্পলিং রেট 300Hz। পারফরম্যান্স জোরদার করতে এই iQoo মডেলে একটি Qualcomm Snapdragon 870 প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা রয়েছে Adreno 650 GPU-র সঙ্গে।


এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে এই ফোনে 48MP ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 13MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 2MP মোনো লেন্স থাকছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে iQoo Neo 5 স্মার্টফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।


ফোনটির পাওয়ার শক্তিশালী করতে থাকছে একটি 4,400mAh ব্যাটারি, যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে গ্রাফাইট বোর্ড এবং লিক্যুইড কুলিং সিস্টেম রয়েছে। সফ্টওয়্যারের দিক থেকে iQoo Neo 5 ফোনটি Android 11 বেসড Origin OS দ্বারা চালিত। কানেক্টিভিটির জন্য 5G, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.1, NFC এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।


iQoo Neo 5 ফোনটি আপাতত চিনেই লঞ্চ করেছে। ফোনটির বেস মডেল অর্থাৎ 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম চিনে CNY 2,499 বা 27,900 টাকা প্রায়। এছাড়াও এই ফোনের একটি 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টস রয়েছে, যার দাম CNY 2,699 বা 30,200 টাকা। পাশাপাশিই এই ফোনের সর্বোচ্চ ভ্যারিয়্যান্ট অর্থাৎ 12GB+256GB মডেলের দাম CNY 2,999 বা 33,500 টাকা প্রায়।


ফোনটির তিনটি কালার ভ্যারিয়্যান্টস রয়েছে - শ্যাডো ব্লু, নাইট শ্যাডো ব্ল্যাক এবং পিক্সেল অরেঞ্জ। 22 মার্চ থেকে চিনে সেলে উপলব্ধ হবে এই ফোন। তবে iQoo Neo 5 ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশের কবে লঞ্চ হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য জানানো হয়নি।