ভারতে লঞ্চ হল OnePlus 9 Series-এর অনবদ্য তিনটি স্মার্টফোন


Gamebazz  ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ করে গেল OnePlus 9 Series। সেই সঙ্গেই কোম্পানি এদিন একটি স্মার্টওয়াচও নিয়ে হাজির হয়েছে। ওয়ানপ্লাস ৯ সিরিজে মোট তিনটি স্মার্টফোন রয়েছে। সেগুলি হল - OnePlus 9, OnePlus 9 Pro এবং OnePlus 9R। কোম্পানির এই নয়া ফ্ল্যাগশিপ সিরিজের দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে। এই সিরিজের টপ এন্ড ভ্যারিয়্যান্ট অর্থাৎ OnePlus 9 Pro হ্যান্ডসেটের দাম ভারতে 69,999 টাকা। ক্যামেরাই এই তিনটি ফোনের ইউএসবি। কারণ এই ফোনের ক্যামেরা তৈরি করতে Hasselblad-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ওয়ানপ্লাস।


এই তিনটি মডেলের মধ্যে সবথেকে কমদামি হল OnePlus 9R। এই হ্যান্ডসেটের বেস মডেল অর্থাৎ 8GB RAM ভ্যারিয়্যান্টের দাম ভারতে 39,999 টাকা। অন্য দিকে ফোনটির 12GB RAM ভ্যারিয়্যান্টের দাম ভারতে 43,999 টাকা।


OnePlus 9 স্মার্টফোনের হাই-এন্ড স্টোরেজ মডেল অর্থাৎ 12GB/256GB ভ্যারিয়্যান্টের দাম ভারতে 54,999 টাকা। এছাড়া ফোনের বেস মডেল অর্থাৎ 8GB RAM এবং 128GB ভার্সনের দাম 49,999 টাকা।


OnePlus 9 Pro-র 8GB/128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে 64,999 টাকা। এছাড়াও এই ফোনের একটি টপ-এন্ড মডেল রয়েছে। সেই 12GB/256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের OnePlus 9 Pro-র দাম ভারতে 69,999 টাকা। তিনটি ডিভাইসেরই তিনটি কালার অপশন রয়েছে - মর্নিং মিস্ট, পাইন গ্রিন এবং স্টেলার ব্ল্যাক।


OnePlus 9 ফোনটি চালিত হবে Android 11 বেসড OxygenOS 11-এর সাহায্যে। এই ফোনে একটি 6.55 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1,080x2,400 পিক্সেলস। এই Fluid এবং AMLOED ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট 120Hz। OnePlus 9 মডেলে পারফরম্যান্সের জন্য একটি Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা রয়েছে 8GB ও 12GB RAM-এর সঙ্গে। এছাড়াও এই ফোনে রয়েছে মাল্টি-লেয়ার্ড কুলিং সিস্টেম, যাকে বলা হয় OnePlus Cool Play।


এই তিনটি ফোনেরই মূল ফোকাস হল ক্যামেরা। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে OnePlus 9 স্মার্টফোনে, যার প্রাইমারি সেন্সর 48MP। এই সেন্সর আসলে Sony IMX689, অ্যাপার্চার f/1.8 এবং এতে রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন বা EIS। এছাড়াও এতে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 50MP Sony IMX766 সেন্সর এবং আর একটি 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে একটি 16MP Sony IMX471 ফ্রন্ট ফেসিং ক্যামেরা।OnePlus 9 মডেলে 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা Warp Charge 65T ফাস্ট চার্জিং সাপোর্ট করে।


OnePlus 9 Pro 


এই ফোনটি আবার চালিত হবে Android 11 বেসড OxygenOS 11-এর সাহায্যে। ফোনটিতে 6.7 ইঞ্চির QHD+ Fluid Display 2.0 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1,440x3,216 পিক্সেলস। অত্যাধুনিক এই ডিসপ্লে পেয়ার করা রয়েছে একটি পলিক্রিস্টালাইন ওক্সাইড টেকনোলজির সঙ্গে, যার রিফ্রেশ রেট 120Hz। এই প্রযুক্তি ফোনের পাওয়ার কনজাম্পশন অন্তত 50% কমিয়ে দিতে পারে স্বয়ংক্রিয় ভাবেই।

পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা রয়েছে 8GB ও 12GB RAM-এর সঙ্গে। OnePlus 9 Pro মডেলে কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, যার প্রাইমারি সেন্সর 48MP Sony IMX789। এই প্রাইমারি ক্যামেরার অ্যাপার্চার f/1.8 এবং এতে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন-সহ EIS সাপোর্ট দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 50MP Sony IMX766 সেন্সর, একটি 8MP টেলিফোটো শ্যুটার এবং আর একটি 2MP মনোক্রোম সেন্সর। সেলফির জন্য এই ফোনের সামনে একটি 16MP সেন্সর দেওয়া হয়েছে।

OnePlus 9 Pro স্মার্টফোনেও রয়েছে একটি শক্তিশালী 4,500mAh ব্যাটারি, যা Warp Charge 65T এবং Warp Charge 50 ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।



OnePlus 9R Specifications -

OnePlus 9R ফোনটি চালিত হবে Anroid 11 বেসড OxygenOS 11-এর সাহায্যে। এই ফোনেও একটি 6.5 ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1,080x2,400 পিক্সেলস। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের জন্য এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটে একটি Qualcomm Snapdragon 870 প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা রয়েছে 8GB RAM এবং 12GB অনবোর্ড স্টোরেজের সঙ্গে।


OnePlus 9R ফোনে রয়েছে একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা ডিপার্টমেন্টের প্রাইমারি সেন্সর 48MP। দুর্ধর্ষ এই ফোনে একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।