১৫ হাজারের কমে 108MP ক্যামেরার দুর্দান্ত দুটি ফোন লঞ্চ করলো Realme!


Gamebazz  ডেস্ক: ভারতে লঞ্চ হল Realme 8 Pro এবং Realme 8। Realme 7 Series-এর পরবর্তী প্রজন্মের ফোন এই দুটিই। এই প্রথম 108MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হল Realme-র কোনও ফোনে। Qualcomm Snapdragon 720G প্রসেসর, 4500mAh ব্যাটারি ইত্যাদি একাধিক আকর্ষণীয় ফিচার্স দেওয়া হয়েছে এই Realme 8 Pro এবং Realme 8 ফোন দুটিতে। Realme 8 Series-এর এই দুটি ফোনের দাম এবং সমগ্র ফিচার্স সম্পর্কে জেনে নিন।

The Realme 8 4GB/128GB ভ্যারিয়্যান্টের দাম ভারতে 14,999 টাকা।

The Realme 8 6GB/128GB ভ্যারিয়্যান্টের দাম ভারতে 15,999 টাকা।

The Realme 8 8GB/128GB ভ্যারিয়্যান্টের দাম ভারতে 16,999 টাকা।

The Realme 8 Pro 6GB/128GB ভ্যারিয়্যান্টের দাম ভারতে 17,999 টাকা।

The Realme 8 Pro 8GB/128GB ভ্যারিয়্যান্টের দাম ভারতে 19,999 টাকা।

25 মার্চ অর্থাৎ আজ ঠিক দুপুর 12টায় প্রথম বার সেলের জন্য উপলব্ধ হবে এই দুটি ফোন। Infinite Blue, Infinite Black, Illuminating Yellow - Realme 8 Pro স্মার্টফোনের এই তিনটি কালার ভ্যারিয়্যান্ট উপলব্ধ।


Realme 8 স্পেসিফিকেশনস -


Realme 8 স্মার্টফোনে একটি 6.4 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 60Hz, ব্রাইটনেস 1,000 nits,টাচ স্যাম্পলিং রেট 180Hz। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি অক্টা-কোর MediaTek Helio G95 প্রসেসর এবং Mali-G76 MC4 GPU দেওয়া হয়েছে। 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ স্পেস রয়েছে এই ফোনের। এছাড়াও রয়েছে একটি মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ইউজারেরা।


ক্যামেরা ডিপার্টমেন্টের দিক থেকে এই ফোনে একটি 108MP সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি 2MP ম্যাক্রো শ্যুটার এবং আর একটি 2MP ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। সেলফির জন্য এই ফোনের সামনে একটি 16MP Sony IMX471 সেন্সর দেওয়া হয়েছে।


Realme 8 স্মার্টফোনে একটি শক্তিশালী 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 30W Dart Charge ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi, 4G, Bluetooth v5.0, GPS, 3.5mm হেডফোন জ্যাক, এবং একটি USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।

Realme 8 Pro স্পেসিফিকেশনস -

এই ফোনেও একটি 6.4 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1,080x2,400 পিক্সেলস, স্ক্রিন টু বডি রেশিও 90.8 শতাংশ, ব্রাইটনেস 1,000 nits এবং টাচ স্যাম্পলিং রেট 180Hz। অপারেটিং সিস্টেমের দিক থেকে ফোনটি Android 11 বেসড Realme UI 2.0 দ্বারা চালিত। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি Qualcomm Snapdragon 720G প্রসেসর দেওয়া হয়েছে, যা আবার পেয়ার করা রয়েছে Adreno 618 GPU-র সঙ্গে। 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ স্পেস থাকছে ফোনটির। এছাড়াও ফোনে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ইউজারেরা।

ক্যামেরা ডিপার্টমেন্টে ফোনটি অতুলনীয়। কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের এই Realme 8 Pro-র প্রাইমারি সেন্সর 108MP-র। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2MP ম্যাক্রো শ্যুটার এবং আর একটি 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনের সামনে একটি 16MP Sony IMX471 সেন্সর রয়েছে।

এই ফোনের জন্য Realme একটি 4,500mAh ব্যাটারি দিয়েছে, যা 50W SuperDart চার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi, 4G, Bluetooth v5.0, GPS, 3.5mm হেডফোন জ্যাক, এবং একটি USB Type-C পোর্ট ইত্যাদির সব অপশনই রয়েছে।