রোজগারে সর্বকালের সেরা 10 মোবাইল গেম


Gamebazz  ডেস্ক:2020 সালে যখন করোনা নামক অতিমারির কবলে সারা বিশ্ব বিপর্যস্ত, সেই বছরই মোবাইল গেম ডেভেলপারেরা 150 বিলিয়ন ডলার রোজগার করেছেন। যদিও পিসি গেম ডেভেলপারদের রোজগার ছিল 85 বিলিয়ন ডলার। অর্থাৎ, মোবাইল গেমে ডেভেলপাররা প্রায় দ্বিগুণ রোজগার করেছেন। অনলাইন মাল্টিপ্লেয়ার গেমের জনপ্রিয়তা ও গেম খেলে রোজগার করার সুবিধার জন্য মোবাইল গেমের জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। পাবজি থেকে শুরু করে ক্ল্যাশ রয়্যাল, ক্যান্ডি ক্রাশ সাগা এমনকী পোকেমন গো-র মতো গেমও ব্যাপক অর্থ রোজগার করেছে 2020 সালে। কারণটা যদিও গৃহবন্দি থাকা মানুষকে এই গেমগুলির অক্সিজেনের কাজ করা। এমনই 10টি মোবাইল গেমের তালিকা দেখে নিন, যেগুলি বিলিয়ন ডলার রোজগার করেছে।

১.​Clash Royale 

২.​Garena Free Fire 

৩.​Fate/Grand Order 

৪.​PUBG 

৫.​Candy Crush Saga 

৬.​Pokemon Go 

৭.​Clash Of Clans 

৮.​Puzzle & Dragons 

৯.​Monster Strike 

১০.​Arena Of Valor