জরুরি কাজ আজই সারুন, মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক


Gamebazz  ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷ করোনার জেরে আরো কড়া বিধি নিষেধ জারি করা হয়েছে ৷ ব্যাঙ্কের সংস্থা SLBS-এ একাধিক রাজ্যে আবেদন জানিয়েছে ব্যাঙ্কের কাজকর্মের সময় কমিয়ে ৪ ঘণ্টা করার জন্য ৷ মে মাসে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ থাকলে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির লিস্ট দেখে নিন ৷ মে মাসে ইদ, অক্ষয় তৃতীয়া ও বুদ্ধ পূর্ণিমা-সহ একাধিক উৎসব রয়েছে ৷


আরবিআই-এর ওয়েবসাইট অনুযায়ী, মে মাসে মোট ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ ছুটির লিস্ট অনুযায়ী, বেশ কিছু ছুটি কেবল নির্দিষ্ট রাজ্যের জন্য প্রযোজ্য ৷ ব্যাঙ্কের ছুটির পুরো লিস্ট-



১ মে ২০২১ মহারাষ্ট্র ডে এবং মে ডে ৷ এদিন শ্রমিক দিবস পালন করা হয় ৷ এদিন একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে যেমন কলকাতা, কোচি, মুম্বই, নাগপুর, পানাজি, পটনা, চেন্নাই, তিরুঅনন্তপুরম, হায়দরাবাদ, গুয়াহাটি, ইম্ফল, বেঙ্গালুরু ও বেলাপুর ৷-


৭ মে ২০২১ Jumat-ul-Vida-র জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এর জন্য কেবল জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷


১৩ মে ২০২১ Id-Ul-Fitr উপলক্ষ্যে বেলাপুর, জম্মু, কোচি, মুম্বই, নাগপুর, শ্রীনগর ও তিরুবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷


১৪ মে ২০২১ ভগবার শ্রী পরশুরাম জয়ন্তী, Eid-UI-Fitra /Basava জয়ন্তী ও অক্ষয় তৃতীয়া ৷ এদিন একাধিক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷


২৬ মে ২০২১ বুদ্ধ পূর্ণিমা ৷ এদিন আগড়তলা, বেলাপুর, ভোপাল, চন্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷


ব্যাঙ্ক হলিডে ছাড়া ৮ ও ২২ মে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এছাড়া ২, ৯, ১৬, ২৩ ও ৩০ মে রবিবার ৷