ভ্রমণপিপাসু মানুষের জন্যে সুখবর! ইচ্ছে মত পাবেন দ্রুত গতির ব্রডব্যান্ড কানেকশন


Gamebazz  ডেস্ক: ভারতীয় Starlink Broadband গ্রাহকদের জন্য সুখবর। Broadband-এর দুনিয়ায় নতুন পালক জুড়তে চলেছে এলন মাস্কের (Elon Musk) সংস্থা Starlink। এবার থেকে এমনটা হতেই পারে সুন্দরবনের ঘন অরণ্যে ঘুরতে গিয়ে বনের মধ্যে খানিকটা ক্লান্ত হয়ে কোথাও একটু বসে বিশ্রামের সময়, পিঠে ঝোলানো ব্যাগটা থেকে রাউটারের মতো কিছু একটা ডিভাইজ বের করে সুইচ অন করার পর, স্মার্টফোনে Netflix ওপেন করে পছন্দের ওয়েব সিরিজের একটা এপিসোড দেখা যেতে পারে, তা-ও আবার একদম 4K রেজোল্যুশনে, কোনওবাফারিং ছাড়াই!


এলন মাস্কের সংস্থা ভ্রমণপিপাসু মানুষের সেই চাহিদা পূরণ করার লক্ষ্যমাত্রা সেট করেছে। তবে Starlink এই সময়ে যে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে তা কেবল ওই সংস্থা যেখানে যেখানে প্রাথমিকভাবে ইনস্টল করা আছে সেখানেই কাজ করবে। তবে খুব তাড়াতাড়ি স্যাটেলাইটের সমস্ত সীমাবদ্ধতা কাটিয়ে উঠে নতুন ভবিষ্যতের ব্রডব্যান্ড নিয়ে আসতে চলেছে এলন মাস্কের সংস্থা। এলন মাস্কের SpaceX জানিয়েছে Starlink স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা এই বছর ৩০০ এমবিপিএস পর্যন্ত গতি বাড়িয়ে দেবে। Starlink গ্রাহকদের যে সর্বাধিক গতি সরবরাহ করে তার দ্বিগুণ হবে, যা এই মুহূর্তে 150Mbps পর্যন্ত।