এবার গুগল ম্যাপসেই জানা যাবে নিকটবর্তী ভ্যাক্সিনেশন সেন্টার

 


Gamebazz  ডেস্ক: প্রত্যন্ত এলাকায় যারা থাকেন তাঁদের জন্য ভ্যাকসিন নিতে অনেক দূরে যেতে হয়। এবার গুগল ম্যাপসে নিকটবর্তী ভ্যাক্সিনেশন সেন্টার খুঁজে সেখানে গিয়ে সরাসরি কোভিড ভ্যাকসিন নিতে পারবেন।


গুগল ম্যাপসের সঙ্গেই গুগল সার্চেও ভ্যাক্সিনেশন সেন্টার দেখে নেওয়া যাবে। ইতিমধ্যেই এই ফিচার পরীক্ষা করা হয়েছে এবং রেজাল্টে নিকটবর্তী সব ভ্যাকসিন সেন্টারের সন্ধান দিয়েছে গুগল। গুগল সার্চে বাঁ দিকে ভ্যাকসিন সেন্টার ছাড়াও ভ্যাকসিন সম্পর্কে আরও অনেক তথ্য জানা যাবে। এছাড়াও থাকছে বিভিন্ন পরিসংখ্যান ও ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিভিন্ন তথ্য।


করোনা ভাইরাসের সংক্রমণ ভয়ঙ্কর জায়গায় চলে গিয়েছে দেশে। শুক্রবার একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লক্ষ ৬৫ হাজার। দেশের ১০ রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই ১৫ দিনের জনতা কার্ফু ঘোষণা করেছে। একাধিক শহরে জারি হয়েছে করোনা কার্ফু।