ভুলে ভরা PAN CARD! ঘরে বসেই সংশোধন করুন


Gamebazz  ডেস্ক: অনেক সময় দেখা যায়, প্যান কার্ডের জন্য আবেদন করার সময়ে ফর্ম ফিল-আপ করতে গিয়ে ব্যক্তিগত তথ্যের জায়গায় ভুলবশত এমন কিছু তথ্য লিখে দিই আমরা, যা সঠিক নয়। যার ফলে কর্মক্ষেত্রে, চাকরির আবেদনপত্রে বা বিভিন্ন জায়গায় আমাদের নানা ভাবে সমস্যায় পড়তে হয়। যদিও ঘরে বসেই সহজে প্যান কার্ডের ভুল সংশোধন করা সম্ভব। আসুন জেনে নেই কিভাবে অনলাইনে প্যান কার্ডে নাম, জন্মের তারিখ বা অভিভাবকের নাম ভুল থাকলে সংশোধন করবেন।



প্যান কার্ডে থাকা ভুলকে কিভাবে সংশোধন করবেন ?


১. প্যান কার্ড সংশোধন করতে প্রথমেই আপনাকে চলে যেতে হবে এনএসডিএল (NSDL)-এর ওয়েবসাইটে:


২. এবার ওয়েবসাইটে থাকা ‘Changes or Correction in existing PAN Data’ বিকল্পটিতে ট্যাপ করুন।


৩. এখানে আপনার থেকে কিছু ব্যক্তিগত তথ্য চাওয়া হবে, যা এন্টার করতে হবে। এছাড়াও একটি ক্যাপচা কোড দিতে হবে।


৪. পরের ধাপে, পরিচয়পত্রের প্রণাম স্বরূপ আপনাকে ভোটার কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে বলা হবে।


৫. এবার আপনাকে প্যান কার্ড সংশোধন করার জন্য ধার্য করা টাকা পেমেন্ট করতে বলবে।


৬. পেমেন্ট হয়ে গেলে, আপনাকে একটি রেফারেন্স নম্বর ও ট্রানজাকশন নম্বর দেওয়া হবে, এগুলিকে সেভ করে নিন।


৭. আপনার স্ক্রিনে এখন একটি ফর্ম দেখা যাবে, এখানে প্যান কার্ডের যেই তথ্যটিকে সংশোধন করতে চান তা এন্টার করুন।


৮. পরিশেষে, কিছু সময়ের মধ্যেই আপনি ই-প্যান কার্ডটি পেয়ে যাবেন আপনার ডিভাইসে।


তবে জানিয়ে রাখি, যদি আপনি চান এই সংশোধিত প্যান কার্ডটির অনুলিপিকে পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হোক, তবে তার জন্য আপনাকে অতিরিক্ত আরো ১০৬.৯০ টাকা জমা করতে হবে।


প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ :


আয়কর বিভাগ সম্প্রতি টুইট করে জানিয়েছে যে, বর্তমান প্যানডেমিকের পরিস্থিতির কারণে ভারত সরকার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার কার্যক্রমের সময়সীমাকে ৩০ জুন ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে।