চুরি হয়েছে ফেসবুক ডেটা ! অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করে যেভাবে ডিলিট করবেন


Gamebazz  ডেস্ক: ফের ফেসবুকে ডেটা চুরির অভিযোগ প্রকাশ্যে এল। সম্প্রতি এক ব্যক্তি দাবি করেছেন ৫০ কোটির বেশি ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে বিলিয়ে দিচ্ছে। এর মধ্যেই রয়েছে গ্রাহকের ফোন নম্বর ও অন্যান্য তথ্য। এর পরেই ফের ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের উপর বড়সড় প্রশ্ন উঠে গেল। আপনিও যদি নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার কথা ভাবেন তবে নীচের ধাপগুলি দেখে নিন। আপনি ফেসবুক থেকে নিজের অ্যাকাউন্ট ডিলিট করার আগে ফেসবুকের সব তথ্য ডিলিট করতে পারেন।


ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করবেন কীভাবে?


স্টেপ ১। ডেক্সটপে ডান দিকে উপরে ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন।


স্টেপ ২। সেখানে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ সিলেক্ট করুন।


স্টেপ ৩। বাঁ দিকের কলামে 'ইওর ফেসবুক ইনফরমেশন’ সিলেক্ট করুন।


স্টেপ ৪। এবার ডাউনলোড করতে 'ভিউ’ সিলেক্ট করুন।


স্টেপ ৫। কোন কোন বিভাগের তথ্য ডাউনলোড করবেন তা ডান দিলের বক্স থেকে সিলেক্ট করতে পারবেন।


স্টেপ ৬। এখানে আপনি ছবি, ভিডিও ইত্যাদি ডাউনলোডের বিভিন্ন অপশন পাবেন।


স্টেপ ৭। কনফার্ম করে ডাউনলোড রিকুয়েস্ট পাঠিয়ে দিন।


এবার আপনাকে ফাইল তৈরি হতে সময় দিতে হবে। কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন সময় লাগতে পারে। তথ্য ডাউনলডের জন্য প্রস্তুত হলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে ফেসবুক। সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।তারপর ফেসবুক অ্যাকাউন্ট পাকাপাকিভাবে ডিলিট করে দিন। 


ফেসবুক অ্যাকাউন্ট পাকাপাকিভাবে ডিলিট করবেন কীভাবে?


স্টেপ ১। ডেক্সটপে ডান দিকে উপরে ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন।


স্টেপ ২। সেখানে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ সিলেক্ট করুন।


স্টেপ ৩। বাঁ দিকের কলামে 'ইওর ফেসবুক ইনফরমেশন’ সিলেক্ট করুন।


স্টেপ ৪। 'ডিঅ্যাকটিভেশন অ্যান্ড ডিলিশন’ সিলেক্ট করুন।


স্টেপ ৫। পাকাপাকিভাবে ডিলিট করতে 'পারমানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।


স্টেপ ৫। এবার 'ডিলিট অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।