Pulse Oximeter কী ভাবে ব্যবহার করবেন? জানুন কেন্দ্রীয় নির্দেশিকা


Gamebazz  ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে রক্তে অক্সিজেনের পরিমান কতটা আছে জানা জরুরি। ডাক্তার Covid-19 রোগীদের বাড়িতে রেখেই চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন। আর সেই জন্যই জরুরি হয়েছে Pulse Oximeter। কিন্তু কিভাবে Pulse Oximeter ব্যবহার করবেন।তার একটি নির্দেশিকা ইতিমধ্যেই কেন্দ্রের তরফে জারি করা হয়েছে। 



Pulse Oximeter ব্যবহার করবেন কীভাবে?


* নেল পালিশ থাকলে শুরুতেই তা মুছে ফেলতে হবে।

* Pulse Oximeter ব্যবহারের সময় হাতের আঙুল ঠাণ্ডা থাকলে, তা ঘষে উষ্ণ করতে হবে।

* Pulse Oximeter-এ রক্তে অক্সিজেনের পরিমাণ মাপার আগে 5 মিনিট বিশ্রাম নিন।

* এর পরে Pulse Oximeter-এর সুইচ অন করে, সেটিকে আঙুলের ডগায় রাখুন।

* প্রথমে কিছুক্ষণ রিডিং নড়াচড়া করতে পারে। এই সঠিক পরিমাপের জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। যতক্ষণ না মিটারের সংখ্যা স্থির হচ্ছে, ততক্ষণ অপেক্ষা করুন।

* অন্তত 5 সেকেন্ড রিডিং স্থির থালে সর্বোচ্চ সংখ্যাটি লিখে নিন

* প্রত্যেক বার মিটারে নজর রাখুন।

* বেসলাইন থেকে রেকর্ড করা শুরু করুন। দিনে তিন বার মাপুন।

* রক্তে অক্সিজেনের পরিমাণ ভালো যদি থাকে, তাহলে 4-5টি বালিশে মাথা রেখে পেটের উপর ভর দিয়ে শোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


Covid-19 রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল, Pulse Oximeter-এর সাহায্যে নিয়মিত রক্তে অক্সিজেনের পরিমাণ মাপা। রক্তে অক্সিজেনের পরিমাণ যেন কখনই 94 শতাংশের কম না হয়।