আর লম্বা লাইন নয়, বাড়িতে বসেই যেভাবে পাবেন রেশনকার্ড


Gamebazz  ডেস্ক:এবার থেকে রেশন নেওয়ার জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না ৷ বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই রেশনের বুকিং করতে পারবেন ৷ সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে রেশনকার্ড হোল্ডারদের জন্য Mera Ration app লঞ্চ করা হয়েছে ৷ এই অ্যাপের মাধ্যমে সহজেই পেয়ে যাবেন রেশন ৷ মেরা রেশন অ্যাপটি ভারত সরকারের তরফে শুরু করা হয়েছে এক দেশ এক রেশনকার্ড যোজনার অংশ হিসেবে ৷ 


প্রবাসী বাসিন্দারা এই অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন-- এই অ্যাপের মাধ্যমে রেশন দোকান সংক্রান্ত সমস্ত সঠিক তথ্য পাবেন--এখানে কোনও প্রশ্ন থাকলে সে বিষয়ে জানতে পারবেন--রেশন সংক্রান্ত সমস্ত তথ্য এখানে সহজেই পেয়ে যাবেন।


এই অ্যাপের মাধ্যমে আপনির নিকটবর্তী রেশন দোকানের ঠিকানা পেয়ে যাবেন ৷ কার্ড হোল্ডার তাঁর কার্ডে হওয়া সমস্ত লেনদেন দেখতে পাবেন এখানে ৷ বর্তমানে অ্যাপটি হিন্দি ও ইংরেজি ভাষায় রয়েছে তবে আগামী দিনে ১৪টি ভাষায় অ্যাপটি পাওয়া যাবে ৷ গুরুত্বপূর্ণ বিষয় হল এই অ্যাপে জানতে পারবেন কখন এবং কোন কোন দোকান থেকে রেশন নিয়েছেন ৷