WhatsApp-কে চ্যালেঞ্জ জানিয়ে গ্ৰুপ ভিডিও কলিং ফিচার আনছে Telegram


Gamebazz  ডেস্ক: জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম Telegram, কয়েকদিন আগেই তাদের ফিচার সম্ভারে, মিনি প্রোফাইল (Mini Profiles ), পেমেন্ট ২.০ (Payments 2.0), শিডিউল ভয়েস চ্যাটের মতো বেশ কিছু নজর কাড়া ফিচার যুক্ত করেছিল। তবে এখানেই না থেমে ম্যাসেজিং অ্যাপটি এবার WhatsApp-র একটি জনপ্রিয় ফিচার তাদের প্ল্যাটফর্মে জুড়তে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে অর্থাৎ মে থেকে টেলিগ্রাম ইউজাররা গ্রুপ ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন। শুধু তাই নয়, সম্প্রতি টেলিগ্রাম অ্যাপটির প্রতিষ্ঠাতা পাভেল দুরভ জানিয়েছেন, ভিডিও সাপোর্ট যুক্ত করার মাধ্যমে তারা অ্যাপ অন্তর্বর্তী ভয়েস চ্যাট সেকশনটিকে আরো উন্নত করে তোলার পরিকল্পনা করছেন।


বলাই বাহুল্য, Telegram যদি তাদের এই ভিডিও সাপোর্ট সংক্রান্ত পরিকল্পনাকে বাস্তবায়িত করে ফেলে, তবে WhatsApp ছাড়াও Microsoft Teams, Zoom, Google Meet -এর মতো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মগুলি বেকায়দায় পরবে। যাইহোক, দুরভ বলেছেন, ভয়েস চ্যাটের উপরি অংশে এই ভিডিও সাপোর্ট বিকল্পটিকে যুক্ত করা হবে। ফলে, এই ফিচারটি রোল-আউট হয়ে গেলেই, একটামাত্র ট্যাপেই ইউজাররা উপভোগ করতে পারবে ভিডিও কলিং-এর সুবিধা।