বেশ কিছুটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, আশা জাগিয়ে কমছে মৃত্যু সংখ্যা



Gamebazz  ডেস্ক: ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বুধবারের তুলনায় বেশ কয়েক হাজার বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গতকালের তুলনায় কমেছে সুস্থতার হারও।


বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। বুধবারের তুলনায় প্রায় ২ হাজার বেশি। বুধবার দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন। তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর দৈনিক আক্রান্তের সংখ্যা টপকে গিয়েছিল ৪ লক্ষের গণ্ডি। সেদিক থেকে বর্তমান আক্রান্তের সংখ্যা অনেকটাই আশার আলো জাগিয়েছে। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার মৃতের সংখ্যাও কমেছে। একদিনে করোনার বলি হয়েছে ৩ হাজার ৮৪৭ জন। যা বুধবারের থেকে অনেকটাই কম। বুধবার মারণ ভাইরাস প্রাণ নিয়েছিল  ৪ হাজার ১৫৭ জনের। গত ২৪ ঘন্টায় করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৮৩ হাজার ১৩৫ জন। তবে বুধবারের তুলনায় কিছুটা কম। বুধবার সুস্থ হয়ে বাড়ি গিয়েছিলেন ২ লক্ষ ৯৫ হাজার ৯৫৫ জন।দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যায় অনেকটাই বেশি। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ১৯ হাজার ৯০৭ জন। এখন পর্যন্ত ২০ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৮৭৪ জনের টিকাকরণ করা সম্ভব হয়েছে। 


উল্লেখ্য,মারণ ভাইরাসের (Corona) দ্বিতীয় ঢেউয়ে শুধুমাত্র সাধারণ মানুষই নয়, বহু সংখ্যক চিকিৎসক সহ প্রথম সারির করোনা যোদ্ধারাও আক্রান্ত হচ্ছেন। আইএমএ (Indian Medical Association)-এর তথ্য অনুসারে, করোনা সংক্রমিত হয়ে গোট দেশে দ্বিতীয় ঢেউতে এখনও পর্যন্ত ৫১৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আইএমএ-র তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যে করোনার করালগ্রাসে এসে প্রাণ হারিয়েছেন ১৯ জন চিকিৎসক। তবে রাজধানী দিল্লিতেই মোট ১০৩ জন চিকিৎসক মারা গিয়েছেন। চিকিৎসক মৃত্যুর হারে দ্বিতীয় স্থানে বিহার। সেখানে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৯৬ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।