আধার-UAN নিয়ে EPFO-এর জরুরি ঘোষণা, না জানলেই বিপদ



Gamebazz ডেস্ক: দেশের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-র ঘোষণা অনুযায়ী আধার-প্যান সংযোগসাধনের যে পদ্ধতি তাতে কোনওরকম অসুবিধার জায়গা এখনও অবধি তৈরি হয়নি। গোটা দেশেই কার্যত সঠিক পদ্ধতিতে চলছে। সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যেই আধার-প্যান সংযোগসাধন করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে দেশের সকল নাগরিককে।


আধার-প্যান সংযোগসাধনের শেষ তারিখ সেপ্টেম্বরের 30 হলেও, নিজের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগসাধনের সময়সীমা অবশ্য অগাস্টের 31 তারিখ। তার মধ্যে আধার UAN সংযোগসাধন না করা গেলে সমস্যায় পড়তে পারেন নাগরিকেরা। বন্ধ হয়ে যেতে পারে পিএফ অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার পদ্ধতিও। অর্থাৎ আপনার হাতে পড়ে আছে কেবলমাত্র একটি দিন। দেরি করবেন না। সত্বর নিজের আধার-UAN সংযোগসাধনের কাজটি সেরে ফেলুন।


কী ভাবে নিজের আধার-UAN সংযোগসাধনের কাজটি করবেন?


১. প্রথমে EPFO এর ওয়েবসাইটে যেতে হবে। লিংক https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/।

২. পাসওয়ার্ড ও UAN নম্বর দিয়ে লগইন করতে হবে।

৩. এরপর Manage সেকশনে KYC বিকল্পের অপশনে ক্লিক করতে হবে।

৪. যে পেজ আপনার সামনে আসবে তা আপনাকে আপনার ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করার জন্য নির্দিষ্ট কিছু নথি চাইবে।

৫. সেখানে আধার কার্ড সিলেক্ট করতে হবে।

৬. নিজের আধার নম্বর ও আধারে লিখিত নাম জমা টাইপ করতে হবে।

৭. এরপর নিজের দেওয়া সমস্ত নথি সুরক্ষিত থাকবে এবং আপনার আধার UIDAI এর ডেটা দ্বারা ভেরিফাই করা হবে৷

৮. KYC এর সমস্ত নথিপত্র সঠিক থাকলে আপনার আধার- UAN এর সঙ্গে লিংক হয়ে যাবে।



আধার- ইউএএন লিংক ছাড়াও আধার-প্যান লিংকেরও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আপনি তিনভাবে লিংক করাতে পারেন৷ এক এসেমেসের মাধ্যমে। এক্ষেত্রে UIDPAN টাইপ করে আধার এবং প্যান নম্বর লিখে 567678 অথবা 56161 নম্বরে পাঠিয়ে দিতে হবে। এছাড়া আয়কর বিভাগের ই ফাইলিং পোর্টালেও এই লিংকের কাজ করা যায়। এছাড়া PAN সেবা কেন্দ্র তো রয়েছেই।