RBI New Guidelines: পেমেন্ট পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন, মনে রাখতে হবে কার্ডের ১৬ ডিজিট



Gamebazz ডেস্ক: ডেবিট বা ক্রেডিট কার্ডের ১৬ ডিজিটের নম্বর সবাই মনে রাখতে পারে না। আবার যদি একাধিক কার্ড থাকে তাহলে মুশকিল আরও বেশি। কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহককে এবার কার্ড নম্বর মনে রাখতে হতে পারে। আসলে, ২০২২ সালের জানুয়ারিতে, অর্থ প্রদান সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তিত হতে পারে আর তার জন্য প্রতিবার অর্থ প্রদানের সময় ১৬ সংখ্যার নম্বরটি লিখতে হবে।


আরবিআই ডেটা স্টোরেজ নীতিতে সংশোধন করতে চলেছে। যা জানুয়ারী ২০২২ থেকে কার্যকর হতে পারে। সংশোধিত নীতি অনুযায়ী, অ্যামাজন, ফ্লিপকার্ট, নেটফ্লিক্স-এর মতন সংস্থাগুলো তাদের সার্ভার বা ডেটাবেসে গ্রাহকের কার্ডের তথ্য সংরক্ষণ করতে পারবে না। অর্থাৎ একটি অনলাইন পেমেন্ট করার জন্য আপনার কার্ড ভেরিফিকেশন ভ্যালু (CVV) প্রবেশ করার পরিবর্তে, কার্ডের সমস্ত বিবরণ যেমন নাম, কার্ড নম্বর এবং কার্ডের বৈধতা লিখতে হবে।


উল্লেখ্য, বর্তমানে আপনি যদি অনলাইনে দ্বিতীয়বার পেমেন্ট করতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র CVV এবং ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ OTP লিখতে হয়।