ভারতে লঞ্চ হল Realme C21Y, 5000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন পাওয়া যাচ্ছে 8,999 টাকায়



Gamebazz ডেস্ক: ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Realme। কোম্পানির সেই নতুন হ্যান্ডসেটের নাম Realme C21Y। রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট এবং 20:9 ডিসপ্লে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে এই রিয়েলমি সি২১ওয়াই ফোনে, যাতে রয়েছে Super Power Saving Mode। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে মাত্র 5% চার্জ থাকলেই প্রায় 2 দিনের ব্যাকআপ দিতে পারবে এই মজবুত ব্যাটারি।


এছাড়া, অন্যান্য আকর্ষণীয় ফিচার্সের মধ্যে রয়েছে Super NightScape ও Chroma Boost। এগুলির সাহায্যে দুর্দান্ত ফোটোগ্রাফির অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন গ্রাহকরা। রয়েছে স্লো-মো মোড এবং 1080 পিক্সেলস রেটে ফুল HD ভিডিয়ো সাপোর্ট করবে। এই Realme C21Y ফোনটি টক্কর দিতে চলেছে Redmi 9, Infinix Hot 10S এবং Nokia G20-র মতো একাধিক স্মার্টফোনকে।


Realme C21Y ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্ট সহযোগে। এদের মধ্যে বেস মডেল অর্থাৎ 3GB RAM ও 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে 8,999 টাকা। অন্য দিকে আবার ফোনটির আর এক মডেল 4GB RAM ও 64GB স্টোরেজ স্পেসের দাম ভারতে 9,999 টাকা। ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু এই দুই কালার ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই রিয়েলমি সি২১ওয়াই ফোনটি। Flipkart, Realme.com এবং দেশের বিভিন্ন অফলাইন রিটেইল স্টোরে পাওয়া যাবে Realme C21Y ফোনটি।



Realme C21Y স্পেসিফিকেশনস, ফিচার্স -


ডুয়াল সিম (ন্যানো) সাপোর্টেড এই ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে চালিত হবে Android 11 বেসড কোম্পানির নিজস্ব Realme UI দ্বারা। একটি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে, যার রেজোলিউশন 720x1,600 পিক্সেলস এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। পারফরম্যান্সের জন্য Realme C21Y ফোনে থাকছে একটা অক্টা-কোর Unisoc T610 প্রসেসর, যা গ্রাফিক্সের জন্য পেয়ার করা থাকছে Mali-G52 GPU এর সঙ্গে এবং স্টোরেজের জন্য 4GB পর্যন্ত RAM এর সঙ্গে।


ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি সি২১ওয়াই হ্যান্ডসেটে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 13MP সেন্সর। এছাড়া, সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে একটি 2MP মনোক্রোম সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো শুটার থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Realme C21Y স্মার্টফোনে 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপার্চার f/2.4।


64GB পর্যন্ত স্টোরেজের অপশন উপলব্ধ এই রিয়েলমি সি২১ওয়াই ফোনে। এছাড়াও, ফোনে থাকছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক। অনবোর্ড সেন্সরের মধ্যে রয়েছে অ্যাক্সিলারোমিটার, অ্যাম্বিয়্যান্ট লাইট সেন্সর, ম্যাগনেটোমিটার এবং একটি প্রক্সিমিটি সেন্সর। সুরক্ষার জন্য এই ফোনের পিছনে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।