Amazon Secret Website: যেখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে জলের দরে



Gamebazz ডেস্ক:  লকডাউনে বন্ধ দোকানপাট। তাই সাধারণ মানুষ জিনিসপত্র কেনার জন্যে ই-কমার্স সাইটগুলোকে বেছে নিয়েছেন। তবে কিছু জিনিস পছন্দ হলেও কেনা সাধারণ মানুষের সাধ্যের বাইরে থাকে। কিন্তু আপনি কি জানেন অ্যামাজনের সিক্রেট ওয়েবসাইট আছে। যেখানে অর্ধেকেরও কম দামে জিনিসপত্র পাবেন আপনি ৷ কথা হচ্ছে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়্যার হাউজের ৷ যেখানে ৭ হাজার টাকা দামের জিনিস মাত্র ২ হাজার টাকায় পেয়ে যেতে পারেন ৷ পাশাপাশি অ্যামাজনের এই গোপন ওয়েবসাইটে রিটার্ন প্রডাক্ট বা সামান্য ডিফেক্টিভ জিনিসপত্রগুলিকে অনেক কম দামে কিনতে পারবেন ৷


লকডাউনের সময় যখন অনেক দোকানপাট বন্ধ ছিল ৷ তখন অধিকাংশ মানুষ জিনিস কেনাকাটার জন্য অ্যামাজনকেই বেছে নিয়েছিলেন ৷ এখানে এমনিতে প্রডাক্টের উপর অফার চলতেই থাকে ৷ পাশাপাশি অ্যামাজনের এই গোপন ওয়েবসাইটে আপনি আরও কম দামে ফিরিয়ে দেওয়া আইটেমগুলি কিনতে পারেন ৷ বাক্স খোলা হয়ে গেলে, সেগুলি অনেক কম দামেই বিক্রি করা হয়ে থাকে ৷


মার্টিন লুইসের ওয়েবসাইট moneysavirngexpert.com অনুযায়ী, একজন গ্রাহক জানিয়েছিলেন, ‘‘ একবার আমি একটি প্রেশার ওয়াশার কেনার জন্য অ্যামাজন ওয়েবসাইটে লগ ইন করেছিলাম ৷ একটি বিশেষ মডেলের উপরেই আমার নজর ছিল ৷ অন্যান্য অনেক ওয়েবসাইটে ওই জিনিসটার দাম যেখানে ২০ হাজার টাকার বেশি ছিল, সেখানে একই জিনিস আমি অ্যামাজন ওয়্যারহাউজে ১৩ হাজার টাকায় পেয়েছিলাম ৷ এই ডিল আমার দারুণ পছন্দ হয়েছিল ৷ তারপর থেকেই আমি এখান থেকে কেনাকাটা শুরু করি ৷’’


যারা অ্যামাজনের এই সিক্রেট ওয়েবসাইট ব্যবহার করেন, তারাও অ্যামাজনের মতো কাস্টমার কেয়ারের সুবিধা পাবেন ৷ পাবেন অ্যামাজনের রিটার্ন পলিসির সুবিধাও ৷ অর্থাৎ আপনি যদি ডেলিভারিতে সন্তুষ্ট না হন, তাহলে ফেরত দিতে পারবেন ৷ ডেলিভারির ৩০ দিনের মধ্যে রিটার্ন করতে পারেন ৷