এসে গেল Android 12-এর শেষ বিটা আপডেট !



Gamebazz ডেস্ক: অবশেষে Android 12 এর শেষ বিটা ভার্সন অর্থাৎ Android 12 Beta 5 নিয়ে হাজির হল Google। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই Android 12-এর ফাইনাল ভার্সন লঞ্চ হবে। যদিও, Android 12-এর শেষ বিটা ভার্সনে কোনও বড়সড় পরিবর্তন দেখা যায়নি। এই রিলিজে কয়েকটি বাগ ফিক্স করা হয়েছে এবং অপ্টিমাইজেশনেও জোর দেওয়া হয়েছে বলে খবর।


Android 12-এর শেষ বিটা বিল্ডে Google Clock এর ভার্সন 7.0 ব্যবহৃত হয়েছে। এই অ্যাপেই রয়েছে নতুন Material You ডিজাইন। XDA Developers-এ প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই অ্যাপে অ্যানালগ, ডিজিটাল, ওয়ার্ল্ড ক্লক নতুন করে ডিজাইন করা হয়েছে। সিস্টেম কালার প্যালেটের রং এই অ্যাপে দেখা যাচ্ছে। ওয়ালপেপার থেকেই সিস্টেম কালার জেনারেট হবে Android 12-এ।


এছাড়াও, Calculator অ্যাপে Material You ডিজাইন ব্যবহার করা হয়েছে। এই ভার্সনে ক্যালকুলেটরের বাটনে আরও বেশি রঙিন বাটন দেখা যাবে। Android 12 Beta 5-এর হাত ধরে এসেছে লক স্ক্রিন ডিভাইস কন্ট্রোল। এবার একটি নতুন ডিভাইস কন্ট্রোল শর্টকাটের মাধ্যমে এক ট্যাপে হোম ডিভাইস ব্যবহার করা যাবে।


Android 11-এ পাওয়ার মেনুতে হোম কন্ট্রোল ফিচারগুলি থাকলেও Android 12-এ কুইক সেটিংসে এই ফিচার নিয়ে হাজির হয়েছে Google। এবার লক স্ক্রিন থেকেই নিজের স্মার্টহোম ডিভাইসগুলি সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। XDA Developers-এ প্রকাশিত রিপোর্টে আরও জানানো হয়েছে, ফাইনাল বিল্ডে Pixel Launcher-এ ইউনিভার্সাল সার্চ বার যুক্ত হতে চলেছে। সেখানে সার্চ রেজাল্টে কনট্যাক্ট, সেটিংস, শর্টকাট ও অন্যান্য জিনিস দেখানো হবে।


সাম্প্রতিক আপডেটে আরও কিছু ছোটখাটো পরিবর্তন নজরে এসেছে। Android 12 Beta 5 ডাউনলোড করে এই ফিচারগুলি ব্যবহার করতে পারবেন। যদিও, বিটা ভার্সন হওয়ার কারণে এই বিল্ডে কিছু বাগ থাকতে পারে। তাই, এই ভার্সন ফোনে ইনস্টল করার আগে সব ডেটা ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


ইতিমধ্যেই, Android 12 বিটা প্রোগ্রামে নাম লিখিয়ে থাকলে OTA আপডেটের মাধ্যমে ফোনে এই আপডেট ইনস্টল করা যাবে। এখনও আপডেটের নোটিফিকেশন না পেলে Settings > System > System Update থেকে ম্যানুয়ালি এই আপডেট ডাউনলোড করে ইনস্টল করা যাবে।