২০৩৩-এ মঙ্গল অভিযানের পরিকল্পনা চিনের, তৈরী হচ্ছে প্রোটোটাইপ মিনিয়েচার হেলিকপ্টার



Gamebazz ডেস্ক: কয়েকমাস আগেই মঙ্গলের বুকে সফল ভাবে অবতরণ করেছে চিনের মার্স রোভার ঝুরং।এবার  লালগ্রহে অভিযানের জন্য জোর প্রস্তুতি শুরু করেছে চিন। সম্প্রতি জানা গিয়েছে, একটি প্রোটোটাইপ মিনিয়েচার হেলিকপ্টার তৈরি করছে তারা। ভবিষ্যতের মঙ্গল গ্রহে অভিযান চালানোর জন্য সারভিলিয়েন্স ওয়ার্ক অর্থাৎ নজরদারির জন্য চিনে এই প্রোটোটাইপ মিনিয়েচার হেলিকপ্টার তৈরি করছে। সম্প্রতি চিনের স্পেস সায়েন্স এজেন্সির তরফেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। 


জানা গিয়েছে, চিনের তৈরি করা প্রোটোটাইপ মিনিয়েচার হেলিকপ্টার অনেকটা নাসার মার্স রোভার পারসিভের‍্যান্সের মধ্যে থাকা Ingenuity হেলিকপ্টারের মতো হতে চলেছে। অর্থাৎ চিন নির্মিত হেলিকপ্টারও একটি রোবোটিক হেলিকপ্টার হবে। চিনের ন্যাশনাল স্পেস সায়েন্স সেন্টার বুধবার তাদের ওয়েবসাইটে একটি ছবি প্রকাশ করেছে। সেখান থেকেই অনুমান করা হয়েছে যে পারসিভের‍্যান্সের মধ্যে থাকা Ingenuity হেলিকপ্টার এবং চিনের তৈরি করা মিনিয়েচার হেলিকপ্টারের আদলে মিল থাকবে। আগামী দিনে লাল গ্রহের পৃষ্ঠদেশে চিন যেসব অনুসন্ধান চালাবে, সেই অভিযানে এই রোবোটিক হেলিকপ্টার একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হতে পারে। যদিও এ ব্যাপারে এখনও বিশদে কিছু জানায়নি চিনের স্পেস এজেন্সি। উল্লেখ্য, ২০৩৩ সালে প্রথমবারের জন্য মঙ্গল গ্রহে crewed mission অর্থাৎ নভশ্চরদের নিয়ে যাওয়ার অভিযানের পরিকল্পনা করেছে চিন।