ATM থেকে ছেঁড়া নোট পেয়েছেন? SBI জানাল গুরুত্বপূর্ণ তথ্য



Gamebazz ডেস্ক: ছেঁড়া ফাটা নোট নিয়ে অনেক মানুষকেই সমস্যায় পড়তে হয় ৷ অনেক সময় ATM থেকে এই ধরনের নোট বেরোয়, যা কোনও কাজে লাগেনা ৷ এই ধরনের নোটে এমন বিশেষ জায়গায় কাটা থাকে যা সহজে বাজারে চলেনা ৷ এই ধরনের নোট নিয়ে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বিশেষ তথ্য দিয়েছে ৷ 


দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক অর্থাৎ এসবিআই ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছে ছেঁড়া ফাটা নোট নিয়ে অভিযোগ থাকলে কতগুলি বিষয় জানাটা অত্যন্ত জরুরি ৷ ব্যাঙ্কে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে টাকা গণনা করা হয় এর ফলে খুব কম সম্ভাবনাই রয়েছে খারাপ নোট চোখ এড়িয়ে বেরিয়ে যাওয়ার ৷ যদি তবুও এমন নোট পেয়ে থাকেন সেক্ষেত্রে যেকোনও শাখায় গিয়ে আজই বদলে নিন ৷ 


তবে ছেঁড়া ফাটা নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগেই জানিয়েছে গ্রাহকেরা এই ধরনের নোট নিয়ে ব্যাঙ্কে গিয়ে বদলাতে পারেন ৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে প্রতিটি ব্যাঙ্কেই পুরনো, নোংরা, কাটা, ফাটা নোট নেবে তবেই যদি সেই টাকা নকল না হয় ৷ এরজন্য কোন টাকা লাগবেনা, একই সঙ্গে সেই ব্যাঙ্কের গ্রাহকও হতে হবেনা ৷